Post# 1498982084

2-Jul-2017 1:54 pm


: ...এক কার্টুন না, স্যার। দুই কার্টুন আম পাঠিয়ে দিচ্ছি। খুবই ভালো কোয়ালিটির।

: না ভাই। এক কার্টুন দিন। এত আম খাওয়া যায় না, পচে যায়।

: কিছু হবে না স্যার। অল্প ফর্মালিন কিনে আমের উপর দিয়ে আস্তে করে মাখিয়ে রাখবেন। দুই মাসেও কিছু হবে না। এই আম পরে আর পাবেন না, স্যার...

//real conversation.

    Comments:
  • শেষের "ভাবিয়ে তুললো" লাইনটা kidding. বাকিগুলোর রিয়েল।

2-Jul-2017 1:54 pm

Published
2-Jul-2017