১
কয়েক বছর আগেও ফেসবুকে কোরআন হাদিসের ব্যখ্যা আর ফতোয়া দেয়ার কাজ করতো কলেজ-ভার্সিটির ছাত্ররা।
তাদের সাথে তর্ক করতাম। খারাপ লাগতো না।
২
তবে এখন ফেসবুক আলেম উলামায় ভরা। যে কোনো বিষয়ে তাদের মত/ফতোয়া চলে আসে। কলেজ-ভার্সিটির ছাত্রদের মতামত এখন অপ্রয়োজনীয়।
আলেমদের সাথে আমি কখনো তর্ক করি না।
তবে বিপরিতমুখি মতের মাঝে সাইড নিতে হয়।
একজন আলেম কিছু বলেছেন বলেই সেটা গ্রহন করি না, যদি অন্য দশজন আলেমের মত এর বিপরিত হয়।
৩
ফেসবুকে এখন ইসলামিক কোনো বিষয় নিয়ে আমার মত দেবার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। আলেমরা এই কাজ করছেন।
তবে ভিন্নমুখি মতের মাঝে আমার সিলেকশন প্রসেসটা কিরকম? এর উপর কিছু টিপস দিতে পারি। পরবর্তি পোষ্টগুলোতে, ইনশাল্লাহ।
- Comments:
- "he was either going to be president for the next two years, or the next twenty."
Remember that his current age is 70. It's unlikely that he will be able to rule for 20 more.