Post# 1498890763

1-Jul-2017 12:32 pm



কয়েক ভাই খন্ডকার জাহাঙ্গির স্যারের লিখার একটা রিফিউটেশন দিয়ে বলেছেন এটা পড়তে।

পড়েছি। পয়েন্ট ধরে ধরে কোনো কমেন্ট করছি না। কারন এখানে তর্কে আমার আগ্রহ নেই।

যারা হককে পেতে চান তারা জাহাঙ্গির স্যারের লিখাটা আবার পড়ুন। লিংক কমেন্টে। এর পর রিফিউটেশনটা পড়ুন। এর পর স্বিদ্ধান্ত নিন কোনটা আপনার কাছে কনভিন্সিং মনে হয়।

যদি বুঝতে না পারেন তবে জাহাঙ্গির স্যার বনাম এই রিফিউটার লিখক -- যার উপর আপনার আস্থা বেশি তাকে অনুসরন করেন।


যে কোনো আর্টিক্যলের ১০টা ভুল বের করে একটা রিফিউটেশন লিখা যায়।

ব্যক্তিগত আমি দেখি একটা লিখার সেন্ট্রাল আরগুমেন্ট কি? এবং রিফিউটেশনে এই সেন্ট্রাল আর্গুমেন্টের বিরোধিতা করা হচ্ছে নাকি শাখা প্রশাখার?

২৫ পাতার কোনো "মুখোশ উন্মোচন টাইপের" লিখার প্রথম দুটো পয়েন্টে যদি দেখি বড় কোনো ইশু নেই, তবে ধরে নেই বাকিটুকুতে আর পড়ার মত কিছু নেই। বিরোধিতার জন্য বিরোধিতা।


উনি লিখেছেন এর বড় PDF বই থেকে ভুল বের করে।
আমি শেয়ার করেছি এর সংক্ষিপ্ত প্রথম ভার্শন।

উনার ৬ টা পয়েন্টের ৫টাই আমার শেয়ার করা

    Comments:
  • cursor movement keys নেই।
  • যারা এখানে HaHa দিয়েছে, তাদের পাকিস্তান পাঠিয়ে দেয়া হোক।
  • না, আপনার জন্য সুইডেন।

1-Jul-2017 12:32 pm

Published
1-Jul-2017