Post# 1490864791

30-Mar-2017 3:06 pm


প্রসঙ্গ : islamqa


২০১০ এর দিকে সৌদিতে ফতোয়া দেবার অনেক প্রতিষ্ঠান বেরিয়ে যায়। কযেকটা ছিলো কমার্শিয়াল।

দুটো প্রতিষ্ঠান SMS এ ফতোয়া দিতো। প্রশ্ন লিখে পাঠিয়ে দেবেন, আরবীতে। কোনো মুফতি এর উত্তর লিখে জানিয়ে দেবে। ৫ থেকে ২০ রিয়াল চার্জ কেটে রাখবে ব্যলেন্স থেকে।


দুটো ফতোয়া নিয়ে এ সময়ে মিডিয়াতে আলোড়ন হয়। হিন্ট: একটা ছিলো দুধ-মা এর ব্যপারে।

এই ফতোয়ার দেয়া জবাবগুলো যখন নিউজে আসে তখন দাবি উঠে কমার্শিয়াল সার্ভিসগুলো বন্ধ করে দেয়ার। এবং বাকিগুলো রেগুলেট করার।


শেষ পর্যন্ত সৌদি সরকার শীর্ষ মুফতির ফতোয়া ছাড়া বাকিগুলো বন্ধ করে দেয়। Islamqa এর ব্যপারে আলেমদের আপত্তি ছিলো না, কিন্তু বাকিগুলো বন্ধ করার জন্য সবগুলোই বন্ধ করার দরকার ছিলো।


সাইটটা চলছিলো ১৯৯৭-৯৮ থেকে। সৌদি আরব থেকে এর এক্সেস ব্লক করে ২০১০ এর দিকে। ১২ বছর পর।

যদিও এর আগে এই সাইটের ফতোয়া এর প্রিন্ট লিফলেট আকারে সৌদিতে হাজ্জিদের মাঝেও বিতরন করা হতো।


বর্তমানে সৌদিতে এই সাইটটা ব্লকড না। খোলা।

    Comments:
  • সমস্যা হলো এই সাইটের ফতোয়াগুলো আমার পড়া নেই। এবং এটা কতটুকু এক্সটেনসিভ সে ব্যপারে সন্দেহ আছে।

    কিন্তু গত ২০ বছরে islamqa এর বহু ফতোয়া পড়া হয়ে গিয়েছে। সময়ের সাথে islamqa এর ফতোয়া কিভাবে পরিবর্তিত হয়েছে, সরানো হয়েছে এগুলো আমার দেখা।

    তাই সেখান থেকে আমি কোট করতে পারি।

    কোনো বিষয়ে islamqa আর official সাইটে ফতোয়ার কোনো ভিন্নতা থাকলে, সেটা নোটেব্যল। কিন্তু এটা খুজবে কে?

  • পরে কোনো স্টেটাসে জানাবো যদি সুযোগ হয় ইনশাল্লাহ।
  • কিছু ফতোয়া সময়ের সাথে পরিবর্তিত হয়।
    ঐ সময়ের জন্য ঐ ফতোয়াকেই ঠিক মনে করা হতো যদিও।

    islamqa বেশ dated... ২০০০ সালের আগের অনেক ফতোয়া পাবেন সাইটে যেগুলো পরবর্তিতে হয়তো আলেমরা বলেছেন "না ঐটা ঠিক না এটা ঠিক।"

30-Mar-2017 3:06 pm

Published
30-Mar-2017