Post# 1490853742

30-Mar-2017 12:02 pm


Self Reminder: তর্কে আমার কোনো লাভ নেই।

  • তর্ক দ্বারা আমার অহংকার বৃদ্ধি পায়।

    - তার কথাগুলো সঠিক হলে, কিছু দিন পরে আমি এই তর্কের জন্য আফসোস করবো।

    - সে ভুল হলেও তার সাথে তর্ক করে আমি ক্ষতি গ্রস্থ হবো। আমি আমার পথ ছেড়ে বেশি ডান বা বেশি বামে চলে যাবো তার মত থেকে আমার মতের দূরত্ব দেখাতে। এটা আমার পথভ্রষ্টতা।

    - এবং তর্ক না করার ব্যপারে উৎসাহ দিয়ে অনেক আয়াত ও হাদিস পেয়েছি।


    "কিন্তু তার ভুল সংশোধন করবো না?"

    - তর্ক দিয়ে সেটা হবে না। তার মতের উপর সে আরো কঠোর হয়ে যাবে।

    - বরং সে খুজতে থাকলে আল্লাহ তায়ালা তাকে পথ দেখিয়ে দেবেন।


    এবং,
    তর্কে পরাজিত হলে, আমি জান্নাত হারাবো না, আখিরাতে আমার ক্ষতি হবে না।
    তর্কে বিজয়ি হওয়া আমার উদ্যেশ্য হওয়া উচিৎ না, বরং নিজে হক পথে চলতে পারা উদ্যেশ্য হওয়া উচিৎ।

    মাথা নিচু করে, অপরিচিত অবস্থায়।

    আল্লাহ তায়ালা আমাকে
    যাদের উপর উনি গজব দেন নি তাদের অন্তর্ভুক্ত করুন।
    এবং যারা পথভ্রষ্ট না তাদের অন্তর্ভুক্ত করুন।

      Comments:
    • খুজতে থাকলে আল্লাহ তায়ালা তাকে পথ দেখিয়ে দেবেন, যদি চান।

    30-Mar-2017 12:02 pm

  • Published
    30-Mar-2017