Post# 1490713008

28-Mar-2017 8:56 pm


প্রসঙ্গ : হজ্জ


গতকাল জানলাম :

  • ৫ বছরে একবার হজ্জে যেতে পারবে এ নিষেধাজ্ঞা এ দেশে নেই। একবার কথা উঠেছিলো, পাশ হয় নি।

    অথচ, গত কয়েক বছরে যত এজেন্সির সাথে কথা বলেছি, কেউ কথাটা আমাকে বলে নি।

    দুজন মিলে আলাদা রুম নিয়ে থাকতে চাইলে,

  • হজ্জে লাগবে প্রতিজন ৫ লক্ষ।
  • উমরাহতে ১৩৫ হাজার। ১০ দিনে। প্লাস খাওয়া যাতায়াতের জন্য আরো ২০ হাজার।


    হজ্জে অধিকাংশ সময় কাটে তোয়াফ করে। তোয়াফের অধিকাংশ সময় দোয়া।

    আগে হাজ্জিদের দোয়ার বই দেয়া হতো সৌদি সরকার থেকে, এখন হয় না।
    একটা কিনে নিতে হবে।

    সুযোগ না হলে এখানে আছে।
    https://habibur.com/umra.pdf

    এর ৩৮ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত দোয়া।
    প্রিন্ট করে, নয়তো মোবাইলে পড়া।

    এটা ৭ ভাগে ভাগ করে নিলে হিসাব রাখা সহজ হয়।
    উপরের PDF এ ২ পৃষ্ঠায় এক চক্কর, ১৪ পৃষ্টা মোট।


    অগে মক্কা নাকি মদিনা সফর?

    আগে মদিনা সফরে আবেগ থাকে।
    হজ্জের পরে ক্লান্তি চলে আসে।

    #HabibHajj

      Comments:
    • নিজের লিখার tone পছন্দ হয় নি। তাই রিলেটিভস অনলি করে দিয়েছিলাম। এখন এই লিখাটা কিছুটা নিউট্রাল।

      ফেসবুকে ভালো মানুষের মুখোশ পড়ে থাকতে যে কত কিছু চিন্তা করতে হয়, ধারনাও করতে পারবেন না।

      এজন্য "মুখোশ উন্মোচন" নিয়ে এত চিন্তা। :-P

    • বেশি মানুষ এখনো ঢি ঢি করছে না। তাই মুখোশ এখনো ইনটেক্ট। আমার ধারনা। :-P
    • ৭৫ থেকে ৮০ এর মাঝে তিন বছর। এর পর বন্ধ হয়ে যায়। শুধু প্লেনে হাজ্জি পাঠায়।

      হজ্জের জন্য জাহাজ কেনার পরিকল্পানা হয়েছিলো অনেকবার ৮০ এর পরে। কিন্তু বাস্তবায়িত হয় নি।

    • Muhammad Shadman Sakib দুর্দান্ত!!! তবে তাই।

      এতদিন যত জনের সাথে কথা বলেছিলাম সবাই বলছিলো "হবে না। করা যায় না।" জনপ্রতি ৩১৫ হাজার টাকায় ডাবল রুম হলে আর সমস্যা থাকে না।

    • বললাম: তাহলে আরো কমে একটা রেট পাওয়া গেলো। আমাকে যে জানিয়েছিলো সে ৫ লক্ষ টাকা বলেছে।

    28-Mar-2017 8:56 pm

  • Published
    28-Mar-2017