Post# 1490547741

26-Mar-2017 11:02 pm


চাকরির যে সব মার্কেটে সমস্যা যাচ্ছে:

কমার্স:
১। দেশের ৯০% ছেলে পেলে কমার্সে পড়ে।

২। বড় কর্পোরেট হাউজগুলোতে এর পর এন্ট্রি লেভেলে O-level A-level পাশ করা হাই ক্লাসের ছেলেপেলেদের চাকরি হয় আগে। কারন: কালচারেল ম্যচ।

৩। ব্যসিক্যলি নন-ট্যকনিক্যল পোষ্টে এখন ৮ হাজার থেকে ১২ হাজার টাকা বেতনেও ছেলে পেলে ঢুকছে।

সাইন্স:
১। শহরে ডেন্টিস্ট এখন প্রচুর। এবং খুব দ্রুত সংখ্যা আরো বাড়ছে। ১০ হাজার টাকায় ডিপলোমা ডন্টিষ্ট্রি শেখায়।

২। মেরিন থেকে পাশ করলে চাকরি নেই এই কথা নিউজে আসছে অনেক দিন ধরে।

৩। ইইই থেকে পাশ করে আগে মোবাইল কম্পানিতে চাকরি হতো। এখন এটা লিমিটেড, এক্সপানশন হচ্ছে না বলে।

সফটওয়ার:
১। SEO, Graphics design এই সব সাইডে ফ্রিলেন্সিংয়ে ক্রাইসিস যাচ্ছে।

২। Trainee প্রোগ্রামার পোষ্টে চাকরি আগের মত নেই।

৩। তবে নিজে দায়িত্ব নিয়ে যে কাজ সমাপ্ত করে দিতে পারে, তাদের চাহিদা এখনও আছে।

    Comments:
  • FAQ:
    ১। FAQ কোথায়?
    এই যে।

    ২। আপনি জানেন না কিছু, আমি বুয়েট থেকে পাশ করে.....
    এটা নিয়ম না, ব্যতিক্রম।

    ৩। ১০ হাজার টাকায় ডেন্টিস্ট শিখায় কই পাইছেন?
    লিফলেটে।

    ৪। আপনি চাকরি পান না, সেটাই বলেন।
    : -)

  • ম্যকানিক্যলের চাহিদা আছে, কারন প্রাইভেট ভার্সিটিগুলোতে ম্যকানিক্যল পড়ায় না তাই পাশ করে কম। এখন কি অবস্থা জানি না, যদিও।
  • প্রত্যককে আল্লাহ তায়ালা কিছু একটা কাজ করার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠায়। তারা নিজেরা বুঝবে কোন কাজ করতে তাদের ভালো লাগে। সেটাকে পেশা করলে আগাতে পারবে ইনশাল্লাহ।
  • যারা কাজ পারে তাদের কাজের অভাব হয় না।

    তবে ৯০% ভার্সিটির ছাত্র ৪ বছরে কিছু শিখে আসে না। ভার্সিটিতে ফাকি দিয়েছে, ধারনা করে যে চাকরিতে ঢুকে কাজ শিখবে। তাদের সবার সমস্যা হয়। সরকারী চাকরি বাদে।

  • এটা প্রেকটিক্যল। ফিল্ডে কোনটা কাজে লাগে লাগে না, দেখার জন্য। কিছুটা অন হ্যন্ড ট্রেনিং নেবার জন্য।
  • শুধু ফিল্ডে কাজ শিখলে এটাকে বলে ডিপ্লোমা ডিগ্রি। থিউরিটা জানে না, শুধু প্রেকটিক্যলি কাজ করতে পারে, যতটুকু শিখেছে ততটুকু।
  • পিউর সাইন্সের অধিকাংশ চাকরি টিচার হিসাবে হয়।
    টিচিং লাইনটা এই লিষ্টে আসলে কভার করি নি। শুধু প্রাইভেট কর্পোরেট জব নিযে বলেছি।
  • :-)
  • মানে বলছেন এই রকম কমেন্ট আমার এখানে কেউ করে না?
    করে। আমি মুছে ফেলি বলে আপনার চোখে পড়ে না। :-)

26-Mar-2017 11:02 pm

Published
26-Mar-2017