Post# 1490507261

26-Mar-2017 11:47 am


Google doodle this year. It's not the first time though.

    Comments:
  • না। চেক করে দেখলাম। মেইন ওয়েবসাইট বাংলাদেশ থেকে এক্সেস করলে শুধু এই ডুডুল আসে।
    আমেরিকা থেকে আসে না। Proxy দিয়ে দেখেছি।
  • প্রক্সিতে X-Forwarded-For একটা ফিল্ড আছে। এটা বলে দেয় ওমুক আইপি এক্সেস করছে। যে প্রক্সিগুলো এই ফিল্ডটা পাঠায় না, সেগুলোকে বলে anonymous proxy. ওগুলোতে কাজ করে।

    আমি ব্যবহার করি Socks5 proxy. শুধু কানেকশনটা রাউট করে দেয়। ডেটাতে হাত দেয় না।

  • রাউটারের ঘরের ভিতরের অংশে MAC চলে। ইন্টারনেট সাইডে MAC পাঠানো হয় না, এবং এই MAC চলে না।
  • আমি কোনো প্রক্সি ব্যবহার করি না। নিরাপদ বলতে দেখি ভাইরাস থেকে নিরাপদ কিনা।

26-Mar-2017 11:47 am

Published
26-Mar-2017