Post# 1490452435

25-Mar-2017 8:33 pm


মাজহাবগত পার্থক্য - ১৬ : সময়


আসরের সময়, জোহরের সময়ের ছায়া বাদ দিলে আসরের সময় আরম্ভ হয়,
হানাফি ছাড়া সকল মাজহাবে : বস্তুর ছায়া তার দৈর্ঘ্যের সমান হলে।
হানাফি : বস্তুর ছায়া তার দৈর্ঘ্যের দ্বিগুন হলে। এটা এক বা দেড় ঘন্টা দেরিতে হয়।


ইশা এবং ফজরের সময়,
সালাফি: সূর্যোদয় বা সূর্যাস্তের ঠিক ৯০ মিনিট পরে আরম্ভ হয় ধরা হয়।
হানাফি: সূর্যের কেন্দ্র দিগন্তের ১৮ ডিগ্রি নিচে নামলে। এটা সালাফি হিসাবের থেকে প্রায় ১০-১৫ মিনিট কম।


নতুন চাদ দেখা,
সালাফি : টেলিস্কোপে দেখলেও হবে।
হানাফি : খালি চোখে দেখতে হবে।

#HabibDiff

    Comments:
  • FAQ:
    সালাফি = সৌদি সরকারী ভাবে যে ফতোয়া অনুসরন করা হয়।
    হানাফি = দেওবন্দ মাদ্রাসার ফতোয়া।
  • ১ ডিগ্রি = ৬০ মিনিট।
  • ১৮ ডিগ্রিকে এইভাবে কনভার্ট করে দেখেন কত মিনিট হয়।
  • ১৮ ডিগ্রি = ৭২ ঘড়ির মিনিট, হবে ঠিক পৃথিবীর মধ্যরেখা বরাবর। সেই থেকে বলছি "১০-১৫ মিনিট কম"।

    এর পর উত্তরে বা দক্ষিন দিকে যত দূরের শহরে যাবেন এই সময়টা তত বাড়বে।

  • উত্তরে রাশিয়ার কাছে চলে গেলে সূর্যাস্তের পরে ইশা হতে ২ ঘন্টা দেরি হতে পারে। কিন্তু ঢাকায় থাকলে সবসময় সোয়া ঘন্টা পর।
  • সহজ একটা কাজ দিচ্ছি। ঢাকা শহরের সারা বছরের নামাজের ক্যলেন্ডার ধরে হিসাব করে দেখেন সূর্যাস্ত থেকে ইশার সময়ের পার্থক্য একই সারা বছর ধরে।
  • এত ছোট পার্থক্য যে ক্যলেন্ডারে আসে না, সেটা আমরা হিসাবেও আনি না।

25-Mar-2017 8:33 pm

Published
25-Mar-2017