Post# 1490363084

24-Mar-2017 7:44 pm


হজ্জ : গত ৪০ বছরে।

৮০ দিকে :
সারা দেশ থেকে হজ্জে যেতো ২ থেকে ৩ হাজার। সবাই সরকারী। এপ্লিকেশন যদি বেশি পড়তো তবে লটারি হতো। এ থেকে সেই লটারি বিজয়ীদের নাম "ব্যলটি"।

বেসরকারী নন-ব্যলটি হাজ্জি ছিলো। কিন্তু তারা ছিলো সেকেন্ড ক্লাস, কেউ এরকম পারত পক্ষে যেতো না।

এ সময়ে পর পর তিন বছর জাহাজে করে লোক পাঠানো হয়। সেটা ছিলো আলাদা এক্সপেরিয়েন্স। ধিরে ধিরে মক্কার কাছে আসছি, সবার সাথে গল্প করে নামাজ পড়ে।

এর শেষ দিকে সৌদি সরকার কোটা সিসটেম করে ভিড় কমানোর জন্য। প্রতি হাজার মুসলিমের জন্য ১ জন প্রতি বছর। বাংলাদেশের কোটা ছিলো ১ লক্ষ। যেতো ৬ হাজার।

৯০:
এর শেষের দিকে বেসরকারী এজেন্সিগুলো আসে। সরকারীতে আর লটারি লাগে না। যারা এপ্লাই করে সবাই যেতে পারে।

বছরে হাজ্জি ১০ হাজার।

অন্যান্য দেশগুলোতে একজন ৫ বছরে একবার হজ্জ করতে পারবে। বাংলাদেশে এই নিষেধ নেই। যেহেতু হাজ্জি কম।

০০:
হাজ্জি ২০ হাজার। খরচ ১ লক্ষ টাকা। এখনো যে চায় সে যেতে পারে। সরকারীতে ৬ মাস আগে টাকা জমা দিতে হয়। বেসরকারীতে হজ্জের ১ মাস আগে টাকা দিয়েও যাওয়া যায়।

প্রচন্ড ভীড়ের কারনে প্রায় প্রতি বছর ৩০ থেকে ৩০০ জনের মৃত্যুর খবর আসতো পা চাপা পড়ে।

১০:
হজে যেতে পারবে ১৩০ হাজার লোক, টাকা জমা দেয় ১৭০ হাজার লোক। বছর বছর লোক জমছে, ভীড় বাড়ছে। এদেশেও ৫ বছরে একবার হজ্জে যাবার অনুমতি।

৮০ দশকের ব্যলটি-ননব্যলটি টাইপের লটারির আবার ফিরে এসেছে।

জনসংখ্যা এই সময়ে তেমন বাড়ে নি।
মানুষ যে আরো বড়লোক হয়েছে তাও না।
শুধু হাজ্জি বেড়ে গিয়েছে অনেক।

#HabibHajj

    Comments:
  • হজ্জের ৩ মাস আগে থেকে আর ওমরার ভিসা দেয় না। অবৈধ ভাবে অনেক এজেন্সি ৪ মাস আগে লোক পাঠিয়ে হজ্জ করায়। তবে ৪ মাস থাকা সমস্যা। এবং এভাবে গেলে হজ্জের সময়গুলোতে মিনাতে থাকার জন্য তাবু পাওয়া যাবে না। ঝামেলা আছে।
  • সরকারী ভাবে যেতে হলে ইসলামিক ফাউন্ডেশনে যোগাযোগ করতে হবে সামনের বছর সার্কুলেশন দেবার পর।

    বেসরকারী ভাবে যেতে হলে শহরের সবচেয়ে বড়ে এজেন্সিতে যোগাযোগ করে দেখতে পারেন। তবে এখন টাকা জমা দিলেও ১৮ তে হয়তো পারবেন না, ১৯ এ যেতে পারবেন।

24-Mar-2017 7:44 pm

Published
24-Mar-2017