প্রসঙ্গ : কোনটা হক?
১
এব্যপারে অনেক মত আছে।
২
"তার পরও আমি কনফিউজড। আসলে কোনটা ঠিক?"
এই সময়ে আমি কাউকে এটা ঠিক, ওটা ঠিক এই রকম উপদেশ দেই না। বরং বলি:
প্রথমতঃ তোমার অহংকারকে দূর করো।
দ্বিতীয়তঃ এর পর আল্লাহর কাছে আন্তরিক ভাবে দোয়া করো।
উনি তোমাকে পথ দেখিয়ে দেবেন যেমন উনি আরো অসংখ্যা মানুষকে দেখিয়ে থাকেন।
মানুষ পথ ভ্রষ্ট হয় নিজের দম্ভের জন্য এবং জালেমদের আল্লাহ তায়ালা পছন্দ করেন না।
সবাই পথ পাবে না। কিছু লোক শুধু পাবে। এটা কোরআন শরিফেই বলা আছে।
আমাদের টার্গেট আমরা যেন তাদের মাঝে থাকি। এজন্য প্রতি রাকাতে আল্লহার কাছে দোয়া করি পথ দেখানোর জন্য, সুরা ফাতিহাতে।
তর্ক তোমাকে পথ দেখাবে না। বরং অহংকারী করবে। আর যার পক্ষে আছো তার দিকে ঠেলে দেবে।
৩
"অহংকারী না হবার মানে কি?"
মানে আল্লাহর কাছে বসে আমি বুঝতে পারছি না স্বিকার করে আন্তরিক ভাবে দোয়া করা।
ফেসবুকে কারো যুক্তি দলিল না মানলে সে তোমাকে অহংকারী