মাজহাবগত পার্থক্য - ১৫ : শিয়া
১
শিয়াদের ব্যাপরে:
হানাফি মত: তারা বাতেল। এবং বিশ্বাসের ভিন্নতার উপর ভিত্তি করে কেউ কেউ কাফের। তবে সবাই কাফের না।
সালাফি মত: তারা সবাই কাফের। এদের মাঝে আলাদা করার দরকার নেই।
দুটো কথাই সংশ্লিষ্ট আলেমদের মুখে শুনেছি।
২
৮০র দিকে জামাতে ইসলামের কাছ থেকে শিয়ারা বাতেল না, এই মতটা শুনতাম। পরবর্তিতে এটার ফলোআপ পাই নি।
বর্তমানে ইমরান নজর হোসেন এবং অনুসারিগন শিয়াদের ব্যপারে টলারেন্ট নীতি অনুসরন করেন।
৩
বিপরিতে, "রাফেজিদের যে কাফের বলে না সেও কাফের" এরকম একটা উক্তি ইমাম আবু হানিফার নামে কিছু দিন ফেসবুকে দেখেছি। তবে উক্তিটার সোর্স ছিলো সালাফিরা, তাই এটা ঠিক কিনা বা হানাফি স্ট্যন্ড কিনা সেটা নিশ্চিৎ না।
#HabibDiff
- Comments:
- Unless abrv. of Motivation or Motivate. Then it seems ok. Mohammad Zahidul Alam