প্রসঙ্গ : লাইফ চ্যালেঞ্জ।
১
আমার আব্বাকে বলতাম, "আপনাদের সময় সব কিছু সহজ ছিলো।"
যেটা বুঝি নি সেটা হলো, প্রতিটা জেনারেশনের জন্য ভিন্ন চ্যালেঞ্জ থাকে।
আব্বার সময়ে,
কষ্ট ছিলো: প্রচন্ড দারিদ্রতা। বইয়ের অভাবে।
ভালো: ভর্তিতে কম্পিটিশন নেই, পাশ করলে সরকারী চাকরি।
২
আমাদের সময়ে,
কষ্ট ছিলো: ভর্তি কম্পিটিশন, চাকরি কম্পিটিশন।
ভালো: বেসরকারী চাকরির বাজার খুলে গিয়েছিলো।
অভার অল আমাদের জেনারেশন আমার আব্বার থেকে কষ্ট কম করেছে।
৩
নতুন জেনারেশন আমাদের দেখে হুবহু একই কথা বলে, "আপনাদের সময় সব সহজ ছিলো।"
নতুন জেনারেশনের কষ্ট: পুরানো স্টাইলে চাকরি বা ভর্তি নেই।
ভালো: বেসরকারী বিশ্ববিদ্যালয় এসেছে, এখন ফ্রিলেন্সিং করা যায়।
জিনিস আরো সহজ হচ্ছে। প্রতি জেনারেশনে।
তবে পুরানো দরজা বন্ধ হয়ে যায়। এর বিপরিতে নতুন দরজা খুলে।
এটা খুজে নেয়া হলো চ্যালেঞ্জ।
#HabibMotiv