Post# 1490206659

23-Mar-2017 12:17 am


প্রসঙ্গ : লাইফ চ্যালেঞ্জ।

আমার আব্বাকে বলতাম, "আপনাদের সময় সব কিছু সহজ ছিলো।"

যেটা বুঝি নি সেটা হলো, প্রতিটা জেনারেশনের জন্য ভিন্ন চ্যালেঞ্জ থাকে।

আব্বার সময়ে,
কষ্ট ছিলো: প্রচন্ড দারিদ্রতা। বইয়ের অভাবে।
ভালো: ভর্তিতে কম্পিটিশন নেই, পাশ করলে সরকারী চাকরি।


আমাদের সময়ে,
কষ্ট ছিলো: ভর্তি কম্পিটিশন, চাকরি কম্পিটিশন।
ভালো: বেসরকারী চাকরির বাজার খুলে গিয়েছিলো।

অভার অল আমাদের জেনারেশন আমার আব্বার থেকে কষ্ট কম করেছে।


নতুন জেনারেশন আমাদের দেখে হুবহু একই কথা বলে, "আপনাদের সময় সব সহজ ছিলো।"

নতুন জেনারেশনের কষ্ট: পুরানো স্টাইলে চাকরি বা ভর্তি নেই।
ভালো: বেসরকারী বিশ্ববিদ্যালয় এসেছে, এখন ফ্রিলেন্সিং করা যায়।

জিনিস আরো সহজ হচ্ছে। প্রতি জেনারেশনে।
তবে পুরানো দরজা বন্ধ হয়ে যায়। এর বিপরিতে নতুন দরজা খুলে।

এটা খুজে নেয়া হলো চ্যালেঞ্জ।

#HabibMotiv

23-Mar-2017 12:17 am

Published
23-Mar-2017