প্রসংগ : সঞ্চয়
১
"এই বৃদ্ধ লোককে দেখছি মসজিদে।
দ্বীনের জন্য সে কি করবে? হজ্জে যাবার শক্তি নেই।
মুরজিয়া-খাওয়ারিজ পার্থক্য বুঝার বোধ নেই।"
ঠিক! তবে, প্রশ্ন এটা না সে দ্বিনের জন্য কি করবে।
তার জন্য প্রশ্ন, সে কি করে এসেছে?
সে মূলতঃ এখন তার রেজাল্টের অপেক্ষায় আছে।
"তবে আমার এখনো অনেক সুযোগ আছে। : -)"
রাইট!
২
কিন্তু তুমি যদি মনে কর প্রতিদিনের রেগুলার আমলে লাভ নেই।
বরং জীবনে সুযোগ বুঝে একটা বিশাল নেক কাজ করে এগিয়ে যেতে হবে।
তবে তুমিও ভুল পথে আছো।
"হুহ? নরমাল আমল দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না!"
ভুল!
চিন্তা করে দেখো:
ঐ বৃদ্ধ যদি ধারনা করতো দৈন্দিন নামাজ-রোজা-তিলওয়াত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না।
তবে সে এগুলো করতো না।
সে যদি মনে করতো "গুনাহ ইনশাল্লাহ মাফ হয়ে যাবে"।
তবে গুনাহতে সে সারা জীবন লিপ্ত হয়ে থাকতো।
এর পর বয়সের এই প্রান্তে এসে আবিষ্কার করতো:
জীবনে তার নেক কাজ খুব বেশি নেই।
এবং গুনাহর মাঝেই সে জীবন পার করেছে।
তোমার চারদিকে হাজারো বৃদ্ধদের দিকে তাকিয়ে দেখো:
বিশাল কোনো নেক কাজের সুযোগ তাদের কারো জীবনে আসে নি।
বার্ধক্যে পৌছে গিয়েছে।
তোমারও তাই হবে, হয়তো।
৩
এজন্য,
প্রতিদিনের আমলে মনোযোগ দাও।
প্রতিদিনের গুনাহ থেকে বেচে থাকা।
এটাই মূল সঞ্চয়।
অল্প অল্প করে সঞ্চয় বাড়াও।
এই বৃদ্ধের বয়সে পৌছার পরে যেন তোমার,
নেক বেশি থাকে।
গুনাহ কম।
এটা এক দিন, এক মাস বা এক বছরে সাধারনতঃ হয় না।
- Comments:
- ওইয়াক।
- ওইয়াক।
- This article actually shows the counter points.
And NoSQL is easier in the stage while one is building entry forms. But as soon as the team hits report generation everything he previously assumed breaks down.