Post# 1489911164

19-Mar-2017 2:12 pm


প্রসংগ : তাহলে কোনটা ঠিক?


এই ব্যপারে অনেক মত আছে।

  • কারো মতে বাতেলের তীর ফলো করা।
  • কারো মতে ইহুদি নাসারা যাদের বিরোধিতা করে তারা।
  • কারো মতে কোরআন আর হাদিস ফলো করলেই হক বুঝা যাবে।

    বস্তুতঃ কোরআন আর হাদিস ফলো করতে হবে এটা নিয়ে মুসলিমদের মাঝে কোনো দ্বিমত নেই। দ্বিমত হলো এর ব্যখ্যা নিয়ে। ব্যখ্যার উপর রুলিং। রুলিং এর উপর গ্রুপ। গ্রুপ থেকে দ্বন্ধ।

    19-Mar-2017 2:12 pm

  • Published
    19-Mar-2017