প্রসংগ : তর্ক।
১
لاَ تُمَارِ أَخَاكَ وَلاَ تُمَازِحْهُ وَلاَ تَعِدْهُ مَوْعِدَةً فَتُخْلِفَهُ
ইবনে আব্বাস রা: বলেছেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
তোমার ভাইয়ের সাথে তর্ক করবে না,
তার সাথে কৌতুক করবে না,
তারা সাথে ওয়াদা করে ভাংগবে না।
২
مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيَصْرِفَ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ فَهُوَ فِي النَّارِ
ইবনে উমর রা: বলেছেন রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
যে ইলম শিখলো এই উদ্যেশ্যে যে,
সে বোকাদের সাথে তর্ক করবে,
অথবা আলেমদের সাথে প্রতিযোগিতা করবে,
অথবা মানুষের মনোযোগ আকর্ষন করবে
তবে তার স্থান আগুনে।
একই হাদিস হুযাইফা রা: বলেছেন।
একই হাদিস আবু হুরাইরা রা: বলেছেন।
একই হাদিস কাব বিন মালির রা: বলেছেন।
৩
مَنْ تَرَكَ الْكَذِبَ وَهُوَ بَاطِلٌ بُنِيَ لَهُ فِي رَبَضِ الْجَنَّةِ وَمَنْ تَرَكَ الْمِرَاءَ وَهُوَ مُحِقٌّ بُنِيَ لَهُ فِي وَسَطِهَا وَمَنْ حَسَّنَ خُلُقَهُ بُنِيَ لَهُ فِي أَعْلاَهَا
আনাস বিন মালিক রা: বলেছেন রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
যে মিথ্যা বলে না, যদিও দোষ করেছে, তবে জান্নাতের পাশে তাকে একটা ঘর তৈরি করে দেয়া হবে।
যে তর্ক করে না, যদিও সে সঠিক, তবে তাকে মাঝখানে দেয়া হবে।
আর যার সুন্দর স্বভাব তাকে জান্নাতের উচ্চে তৈরি করে দেয়া হবে।
أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء، وإن كان محقاً، وببيت في وسط الجنة لمن ترك الكذب، وإن كان مازحاً، وببيت في أعلى الجنة لمن حسن خلقه
এ হাদিসটা আবু দাউদে একটু ভিন্ন করে আছে: "যে কৌতুক করেও মিথ্যা বলে না"
৪
لاَ تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ وَلاَ لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ وَلاَ تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَالنَّارُ النَّارُ
যাবের বিন আব্দুল্লাহ রা: বলেছেন রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
আলেমদের সামনে দেখানোর জন্য ইলম শিখবে না।
বোকাদের সাথে তর্ক করার জন্য শিখবে না,
মজলিশে ভালো অবস্থানের জন্য শিখবে না।
যে এরকম করবে, তবে আগুন! আগুন!
৫
مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلاَّ أُوتُوا الْجَدَلَ
আবু উমামা রা: বলেছেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
সঠিক পথ পাবার পর কোনো কওম পথভ্রষ্ট হয়েছে শুধুমাত্র তর্কাতর্কির জন্য।
এর পর উনি এই আয়াত তিলওয়াত করলেন
(ما ضَرَبُوهُ لَكَ إِلاَّ جَدَلاً بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ )
অর্থ, তারা শুধু তর্কের জন্য আপনার সামনে এই কথাগুলো নিয়ে আসে, এরা ঝগড়াটে জাতি। ৪৩:৫৮
______
নিজের জন্য পোষ্ট। আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।
#HabibHadith