প্রসংগ : হক পথ
অনেক দল মতের মাঝে কোনটা ঠিক সেটা বের করার জন্য আমি যা করি।
১
প্রথমতঃ যখন কিছু নিয়ে কনফিউশন পড়ে যাই তখন আল্লাহর কাছে রাতে দোয়া করা।
রাতে নামাজ পড়োর অভ্যাস না থাকলে রাতে বিছানায় শুয়ে দোয়া করা যায়। হে আল্লাহ আমি পথ হারিয়ে ফেলেছি, আপনি আমাকে পথ পাইয়ে দিন।
তবে দোয়াটা আন্তরিক হতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তায়ালা পথ দেখাবেন।
২
অনেক সময় ভুলের উপর থাকলে নিজের মাঝে কনফিউশন আসে না। এজন্য দোয়াটা অন্য সময়েও করা। আমি যদি ভুল পথে থাকি তবে আমাকে পথে তুলে আনেন।
প্রতি রাকাতে সুরা ফাতিহার শেষ অর্ধেকে আমরা এই দোয়াই করে থাকি।