প্রশ্নোত্তর : কোনটা ঠিক?
১
"মাজহাবগত পার্থক্যে আপনি কোনটা ঠিক সেটা বলে দিচ্ছেন না কেন?"
: কারন "কার মত কি" সেটা আমি বলছি শুধু। "কার মত ঠিক" সে তর্কে যাচ্ছি না।
২
"তাহলে মানুষ কিভাবে বুঝবে কোনটা ঠিক, তারা তো বিভ্রান্ত হবে।"
: আমি বলবো একটা ঠিক। অন্যরা বলবে অন্যটা ঠিক। তাই মানুষ এর পরও বিভ্রান্ত হবে।
৩
"তাহলে হক কে চিনবো কিভাবে?"
: হককে চিনার ব্যাপারেও মাজহাবগত পার্থ্ক্যে মত দলে-মতে পার্থক্য আছে। বলবো কার মত কি?