প্রশ্নোত্তর : কিছু কমন যুক্তি যেগুলো নেটে পাই।
১
রাসুলুল্লাহ ﷺ যখন নবুওত নিয়ে এসেছিলেন তখন উনার অনুসরন করেছিলো ইয়ংরা আবু বকর, ওমর রা:। এবং বয়স্করা যেমন আবু লাহাব, আবু জেহেল উনার বিরোধিতা করেছিলো।
এজন্য উস্তাদ শায়েখরা ভুল। ইয়ংরাই হক চিনতে পারে।
২
'আকথার' বা 'অধিকাশ' শব্দটা আল্লাহ তায়ালা কোরআনে যে ৪০ বা ৫০ বার বলেছেন, সেখানে কখনো অধিকাংশের প্রশংসা করেন নি। বরং বলেছেন অধিকাংশ মানুষ বিশ্বাস করে না, অধিকাংশ অকৃতজ্ঞ।
তাই অধিকাংশ মুসলিম ভুল, আমাদের ক্ষুদ্র দল ঠিক।
৩
কোরআনের আয়াত যেখানে আল্লাহ তায়ালা বলেছেন কাফেরদের কথা: "আমরা আমাদের বাপ দাদাদের কুফরি করতে দেখেছি, তাই আমরা কুফরি করবো।"
অন্ধ ভাবে বাপ দাদাদের কথা আকড়ে ধরা হলো কাফেরদের অভ্যাস। যার নিন্দা আল্লাহ তায়াল করেছেন। এটা কোনো মুসলিমের যুক্তি হতে পারে না।
তাই এই বিষয়ে আমাদের বাপদাদাদের কথা ভুল, আমাদের নতুন ব্যখ্যা ঠিক।
৪
উপরের সবগুলো পয়েন্টের একটাই সমস্যা:
যে যুক্তি কাফেরদের উপর প্রয়োগ করার কথা,
সেটা আমরা প্রয়োগ করছি মুসলিমদের উপর।
- Comments:
- ছবিটা খুব সুন্দর হয়েছে। কারন ছবিতে নেচার দেখানো হয়েছে বেশি। নিজের ক্লোজ আপ কম। তাহলে বুঝা যায় কোথায় কেমন।