Post# 1489503205

14-Mar-2017 8:53 pm


গল্প : মালিকের চাকরি

"দেশে আসলেন, কত খরচ পড়লো?" জানতে চাইলাম মধ্যপ্রাচ্য ফিরত ভাইটার কাছে।

"আসলে টিকেট মালিকে দেয়। আমাদের টাকা লাগে না।"

"আর কি কি মালিকের?", আমি উৎসুক।

"থাকা, খাওয়া, চিকিৎসা। তিন বেলা ভালো খাবার দেয়। থাকার জায়গাও সুন্দর।"

"চিকিৎসাও?", অবাক।

"অসুস্থ হলে ছুটি দেয়। ডাক্তার আর ঔষধ ফ্রি। কোনো কারনে হাসপাতালে ভর্তি হলে হাসপাতালের বিল মালিকের।"

সুরা শু'আর আয়াতগুলো মনে পড়লো:
যনি আমাকে আমাকে খাওয়ান, পান করান।
আমি যখন অসুস্থ হই, যিনি আমাকে সুস্থ করেন।

আমিও আমার মালিকের গোলাম। উনিও আমাকে খাবার দেন, থাকার জায়গা দেন। অসুস্থ হলে সুস্থ করেন। বিনিময়ে কাজ আমার এতটুকু যে আমি উনার ইবাদত করবো।

"কাজের চাপ কেমন?"

"সকাল ৭ টা থেকে ২ টা। সাত ঘন্টার কাজ। এর পর ফ্রি। কেউ কেউ বিকালে অন্য কম্পানির কাজ করে। তবে ধরতে পারলে তাদের চাকরি চলে যায়। এই কম্পানির খেয়ে পড়ে অন্য শরিকা মানে কম্পানির কাজ করা নিষেধ।"

মনে পড়লো সুরা কাহাফের আয়াত:
সে যেন তার রবের ইবাদতে কাউকে শরিক না করে।

আমার মালিকও এটা পছন্দ করেন না যে আমি উনার ইবাদতে অন্য কাউকে শরিক করি।

"আপনি কখনো করেছেন?"

"না। আমি খাটি মনে মালিকের কাজ করি। মালিকের খুশিই আমার খুশি।"

"ভয় পান বুঝি?"

"প্রথম প্রথম মালিককে ভয় পেতাম। এখন মালিকের প্রতি একটা মায়া চলে এসেছে। ভয়, আমার মালিক আমার উপর অসন্তুষ্ট হয় কিনা! আমাকে চাকরি থেকে বের করে দেন কিনা। এটাই।"

আমার ভয়ও আমার রব আমাকে এই দ্বিন থেকে বের করে দেন কিনা, এটা।

"বের করে দিলে?" এই প্রশ্নের জবাব জানা আমার জন্যও জরুরী। অনেক কিছু শিখছি।

"এই ভয় নিয়ে চলতে হয়। এটাই জীবন" তার গলায় কিছুটা আবেগ।

"আমি ওখানে গিয়ে কুকুরের মত পড়ে থাকতাম।
মালিক আমাকে তুলে এনেছে।
খাইয়েছে। কাপড় দিয়েছে, পড়িয়েছে।
কাজ শিখিয়েছে, চাকরি দিয়েছে।
বলে শেষ করা যাবে না।
আমি কৃতজ্ঞ। উনি যা করেছেন তার সবকিছুর জন্য।
যদি আমাকে কখনো বের করে দেন,
তবুও আমি মালিকের কাজ করে যাবো।"

তার চোখ কিছুটা ছল ছল করছে। এর ভেতর দিয়ে দেখতে পারছি মালিকের প্রতি তার গভির ভালোবাসা। শর্তহীন -- একতরফা।

এর পর নিজের অন্তরের দিকে তাকালাম।

    Comments:
  • উত্তর দিলে এগুলো বাড়ে শায়েখ। ইগনোর করে গেলে কমে যায়। আপনার ভুল কারেকশন সে ঐ ভিডিও থেকে নেয় নি। এখান থেকেও নিবে না। এর পর আরো যা কিছু বলবেন সেগুলোও সে শুনবে না।

    বরং যত এগুলো আলোচনায় আনবেন, তত সে খুশি হবে, "জায়গা মত, লেগেছে!"

  • চিন্তা করে উত্তর দিতে হবে। সময় নিচ্ছি। যদি কিছু পাই।

14-Mar-2017 8:53 pm

Published
14-Mar-2017