এতদিন ধরে ডিশ আর হিন্দুস্তানি চ্যনেলেগুলোতে যখন হোলি পুজা দেখতে তখন বুঝো নি এই পাপের শাস্তি ঢাকার রাস্তায় পেতে হবে?
"কিন্তু সবাই তো দেখে নি। ক্যমেরার সামনে রাস্তা দিয়ে হেটে যাওয়া নিরিহ যে হিজাবি মেয়ের গায়ে মুখে হাত দিয়ে হিন্দু আদর্শবাদি ছেলে রং লাগিয়ে দিলো, সেই মেয়ে ডিশ দেখতো কিনা জানেন? না জেনে বলেন কিভাবে?"
এজন্য রাসুলু্ল্লাহ ﷺ কে যখন জিজ্ঞাসা করা হয়েছিলো পাপিদের পাপের জন্য আযাব আসলে কি ভালোরা রেহাই পাবে? উনি জবাব দিয়েছিলেন না, ভালো মন্দ সবাই আযাবে পড়বে। তবে আখিরাতে ভালোরা পুরষ্কার পাবে।
নিজের পরিবারকে বাচাই। আর সবর করতে থাকি।
সামনের কয়েকটা বছর মুসলিমদের উপর পরিক্ষা আরো অনেক অনেক বাড়বে এই চিহ্ন আমি দেখতে পারছি।
বাসার টিভি ছুড়ে ফেলেন। ডিশের লাইন কেটে দেন। খেলা আর খবর না দেখলে আপনার আখিরাত বরবাদ হবে না।
সারাদিন হিন্দুদের পুজা দেখতে থাকলে এর টলারেন্স আপনার মাঝে চলে আসবে।
কখন আপনি অন্তর থেকে পুজা প্রেমী হয়ে গিয়েছেন, টের পাবেন না।
আল্লাহ তায়ালা আমাদের উনার সত্য রসুল কর্তৃক আনিত ধর্ম ইসলামের উপর স্থির রাখুন। এর উপর আমাদের মৃত্যু বা শাহাদাৎ দান করুন।
জীবনের ৬০ বছর শেষ হবে।
জান্নাহ ৬০ ট্রিলিয়ন বছর পরেও থাকবে।
- Comments:
- এখনো আছে। সার্চ করে পেলাম।