"কাল আমার স্বামীর শ্রাদ্ধ, তার জন্য দুয়া করবেন হুজুর"
ক'দিন আগে একবোনের 'সুপ্রভাত', 'শুভ সকাল', 'শুভ রাত্রি' ইত্যাদির প্রাবল্যে বেশ বিরক্ত হয়ে ছিলাম। পরে একটু কথা বললে তিনি পদ্মগোখরার মত ফোঁস করলেন। লম্বা একটা মেসেজ দিলেন, যেখানে বুঝাতে চাইলেন আমরা বাংলাভাষা ব্যবহার করি, ঐসব আরবী টারবী কেন? শেষে লিখলেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মানে আসসালামু আলাইকুম।
- Abdus Salam Azadi.
- Comments:
- https://www.facebook.com/jibonOchintai.islam/posts/1887748728162131