ছোটবেলায় দেখা একটা ঘটনা।
১
একটা ৪/৫ বছরের ছেলে খাবার হাতে রাস্তায় দাড়িয়ে।
হটাৎ তার বাপ চিৎকার দিয়ে দৌড়ে এসে তাকে কোলে নেয়।
পাচ ফুট দূরে পার্ক করা একটা ছোট গাড়ি প্রচন্ড জোরে এসে বাপের পিছনে ধাক্কা দেয়।
সামনের ইটের স্তুপ গাড়ি আর বাপ ছিকটে পড়ে।
২
ইন্টারেস্টিংলি,
গাড়িটা পার্কিংয়ে ছিলো। বুঝার উপায় ছিলো না এটা সামনে লাফ দিবে।
গাড়ি লাফ দেবার আগে বাপ দৌড়ে এসেছিলো।
বাপ না ধরলে ছেলেটা আহত বা নিহত হতো।
ড্রাইভার বেক গিয়ার দিতে গিয়ে ফিফ্থ গিয়ারে ফেলে টান দিয়েছিলো।
৩
আল্লাহ তায়ালা যদি হিফাজত না করতেন তবে আমাদের মাঝে খুব কম লোকই ইনটেক্ট হাত পা নিয়ে বড় হতে পারতাম।