Post# 1489240545

11-Mar-2017 7:55 pm


দয়ালু দয়াময় আল্লাহর নামে।

জানতে চাচ্ছে নিশ্চিৎ আযাবের ব্যপারে।
আসবে কাফেরদের উপর, তাদের বাচানোর কেউ নেই।
আল্লাহ পক্ষ থেকে, যার আছে উপরে উঠার পথ।
উপরে উঠে ফিরিস্তা আর রুহ, যে দিনের দৈর্ঘ ৫০,০০০ বছর।

আপনি সবর করুন, সুন্দর সবরে।
এরা দেখে এসব দূরে, আমি দেখি কাছে।

যে দিন আকাশ গলবে, তামার মত।
পর্বত হবে, তুলার মত।
বন্ধু বন্ধুর খবর নেবে না, একে অন্যকে তাকিয়ে দেখবে।

পাপী চাইবে আযাব থেকে বাচতে,
তার সন্তানের বিনিময়ে, স্ত্রীর বিনিময়ে, ভাইয়ের বিনিময়ে
সমস্ত আপনজনদের বিনিময়, যাদের সাথে থাকতো।
সমস্ত পৃথিবীর বিনিময়ে, এর পরও যদি বাচতো।

না! এটাই আগুন।
খুলির চামড়াকে তুলে নিবে।
ঐ লোককে ডাকবে, যে পিঠ দেখিয়ে চলে যায়।
সম্পদ জমা করে, আগলে রাখে।

মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে।
কষ্টে পড়লে হতাশ হয়।
ভালো আসলে, আকড়ে থাকে।

মুসল্লিরা বাদে,
যারা সবসময় নামাজ পড়ে।
নিজ ধন-সম্পদে অন্যের হক আছে, জানে।
অভাবী, সাহায্য প্রার্থিদের জন্য।
যারা বিচারের দিনকে বিশ্বাস করে।
তাদের রবের আযাবের ভয়ে ভীত থাকে।
সত্য! তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়।

যারা নিজ অংগকে হিফাজত করে।
স্ত্রী আর মালিকানাধীনদেরকে কাছে ছাড়া, সেখানে দোষ নেই।
এর বাইরে যে খুজে, সে সীমা ছাড়ায়।
আর যারা আমানত আর ওয়াদাকে পূর্ন করে।
সাক্ষ্য দিয়ে স্থির থাকে।
নামাজকে হিফাজত করে।
তারাই জান্নাতে সম্মানিত হবে।

কাফেরদের কি হলো, তারা আপনার দিকে ছুটছে?
ডানে, বামে ভাগ হয়ে!
সবাই কি ধারনা করছে, সে শান্তির জান্নাতে ঢুকবে?
না! আমি তাদের সৃষ্টি করেছি কি দিয়ে তারা জানে।

পূর্ব আর পশ্চিমের রবের কছম, আমি পারি -
তাদের বদলে আরো ভালোদেরকে আনতে, এ আমার ক্ষমতার মাঝে।
তাই, তাদের ছেড়ে দিন, হাসি আর তর্কের মাঝে,
যতক্ষন না ওয়াদাকৃত দিনকে দেখে।

সে দিন তারা দ্রুত কবর থেকে বের হবে, গন্তব্যে ছুটতে।
চোখ নামানো, অপমানে ঢাকা।
এই সে দিন, যার ছিলো ওয়াদা। - সুরা মায়ারিজ

#HabibQuran

    Comments:
  • আরবীটা আসলে "জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করছে", সায়ালা সায়িলুন।
  • একবচনে। তাই "লোকেরা" ঠিক হয় না। "সে জানতে চায়" দেয়া যায়।
    "সে প্রশ্ন করেছে" এরকম কিছু দেয়া যায়।
  • কিছু সমালোচনা কেউ না কেউ সবসময় করবে। সংক্ষেপে জবাব দিয়ে এগিয়ে যান।

11-Mar-2017 7:55 pm

Published
11-Mar-2017