Post# 1489225787

11-Mar-2017 3:49 pm


প্রসংগ : সাদিক কারা?

এই সংক্রান্ত আয়াত সমুহ। যেগুলো আমি পেলাম। আয়াতগুলোর অনুবাদ দেই নি। তবে আয়াত নম্বর দেখে কেউ চাইলে অর্থ বের করে নিতে পারবেন। কোন আয়াতে কি প্রসংগ সেটা লিখেছি শুধু।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَكُونُواْ مَعَ الصَّادِقِينَ (9:119)

এই আয়াতে সাদিক/সত্যবাদিদের সাথে থাকার জন্য বলা হয়েছে।

وَمَن يُطِعِ اللّهَ وَالرَّسُولَ فَأُوْلَـئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاء وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَـئِكَ رَفِيقًا (4:69)
কারা সাদিকদের সাথে আছে? এখানে বলা হয়েছে যারা আল্লাহ আর রসুলের অনুসরন করে তারা।

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُوْلَئِكَ هُمُ الصَّادِقُونَ (49:15)
এই আয়াতে বলা হয়েছে যারা ঈমান আনে এবং ফি সাবিলিল্লাহ জিহাদ করে তারা সাদিক।

وَالَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ أُوْلَئِكَ هُمُ الصِّدِّيقُونَ وَالشُّهَدَاء عِندَ رَبِّهِمْ لَهُمْ أَجْرُهُمْ وَنُورُهُمْ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُوْلَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ (57:19)

এখানে বলা হয়েছে আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনলে আল্লাহর কাছে সিদ্দিক এবং শহিদ।

لِلْفُقَرَاء الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِن دِيارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا وَيَنصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ أُوْلَئِكَ هُمُ الصَّادِقُونَ (59:8)

গরিব মুহাজির যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ঘর থেকে বের হয়ে আল্লাহ এবং উনার রসুলের সাহায্য করেন তাদেরকে সাদিক বলা হয়েছে।

এর বাইরেও সাদিক নিয়ে আরো অনেক আয়াত আছে। "ইন কুনতুম সাদিকিন" এবং এরকম। শুধু সাদিক কারা সেই সংক্রান্ত সরাসরি আয়াতগুলো এক করলাম।

কিছু বাদ পড়লে এটা আমার দোষ।

11-Mar-2017 3:49 pm

Published
11-Mar-2017