Post# 1489212625

11-Mar-2017 12:10 pm


প্রশ্নোত্তর : শুধু বই পড়া?


"ভাই আপনার কথা মত শুধু বই পড়েই যদি সব শিখা যেতো তবে ডাক্তার হবার জন্য কারো মেডিক্যল কলেজে যাবার দরকার হতো না। ডাক্তারি বই পড়ে সবাই ডাক্তার হয়ে যেতো।"

: কেউ ডাক্তার হতে চাইলে, তাকে মেডিক্যল কলেজ, প্রফেসরদের কাছে যেতে হবে।
কেউ মুফতি হতে চাইলে, তাকে মাদ্রাসা, উস্তাদদের কাছে যেতে হবে।
এগুলো ঠিক।

তবে দৈনন্দিন জীবনে চলার জন্য আপনার নিজের যতটুকু ডাক্তারি এবং ইসলামি ইলম জানা থাকা দরকার সেটার জন্য কোনো ডাক্তার বা মুফতির কাছ থেকে one on one personal hands on professional training না নিলেও চলে। পেলে ভালো, কিন্তু সবার পক্ষে সেটা নেয়া সম্ভব হবে না। কিন্তু এগুলো জানা সবার জরুরী।

বই পড়ে এগুলো জানা সবার পক্ষে সম্ভব, that was the point.


"তাহলে বলছেন উস্তাদের কাছে যাবার দরকার নেই। সব কিছু বই পড়ে শিখবো?"

: লিখা পড়া শিখার জন্য আপনাকে উস্তাদের কাছে যেতে হবে। নিজে নিজে পড়া শিখতে পারবেন না।

এর পর এডভান্সড জিনিস শেখার জন্য বই পড়তে হবে।
যেমন, সফরের মাসায়েল, হজ্জের মাসায়েল, লেন-দেনের মাসায়েল এসব।


"আর কিছু?"
: Practical hands on training এর জন্য উস্তাদের কাছে যেতে হবে। এগুলো বই পড়ে সব জানতে পারবেন না।

যেমন আদব, আখলাক, তাকওয়া, আমল, সবর/ধৈর্য্য, ইস্তিকামাত/লেগে থাকা, উত্তম ব্যবহার এ সব।

কিন্তু এই গুন গুলো পাবেন আপনার আশেপাশের মুত্তাকি মুসলিমদের মাঝে। তারা আলেম হোক বা না হোক।

তাদের কাছ থেকে এগুলো শিখতে হবে। বই পড়ে হবে না।

11-Mar-2017 12:10 pm

Published
11-Mar-2017