Post# 1489169163

11-Mar-2017 12:06 am


ফেইসবুকের in fight থেকে paste___

"গাড়ি নিয়ে আসার পথে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুবর মাও. অহিদুল ইসলামকে তিনি ভাব নিয়ে বলতে লাগলেন, ”আপনাদের চট্টগ্রামের সাইনবোর্ডের বানান অনেক ভুল”। অথচ তিনার পোস্ট আজ থেকে দু'তিন বছর আগে যারা দেখেছেন তারা জানেন, তিনি একশ শব্দের এক পোস্টে পঁচাত্তরটা ভুল করতেন।"
_____

বুঝলাম, কেউ যদি কারো মুখোশ উন্মোচন করতে চায় তবে তার বানান নিয়েও টান দিতে পারে।

তাহলে আমার মুখোশের কি হবে ফ্রান্স? :-P

    Comments:
  • কিনে।
  • সালাফি/হিজবুত তাহরির এর মতে লিগেল। তাদের সাইট kalamullah এ খুজলে এর ফতোয়া পাবেন। অন্যদের মতে ইললিগেল।

11-Mar-2017 12:06 am

Published
11-Mar-2017