Post# 1489134263

10-Mar-2017 2:24 pm


প্রশ্নোত্তর: বানান


"আপনার বানানের এই অবস্থা কেন?"

মেট্রিকে বাংলায় ৩৩ পেয়েছিলাম। পাশ ছিলো ৩৩ এ।


"বুঝলাম। কিন্তু য আর য় দুটো ভিন্ন অক্ষর, সেটাও জানেন না?"

Keyboard এর দোষ। একটা y অন্যটা shift-Y.
shift আর y যেহেতু আলাদা হাতে চাপি, আগে-পরে হয়ে গেলে য় হয়ে যায় য।


"কিন্তু আপনার বানান দেখলে বুঝা যায় মানব ধ্বংশ অতি নিকটবর্তি।"

ভাই প্রথমে বুঝতে হবে আমাদের জেনারেশনের ইন্টারমিডিয়েট পাশ করার পর ২০ বছর ধরে বাংলায় কখনো কিছু লিখার দরকার পড়ে নি। না কাগজে, না কম্পিউটারে টাইপ করে। প্রাইভেট কম্পানির employee হিসাবে আমাদের সব কাজ ছিলো ইংরেজিতে।

এর পর ২০১০ এর পরে ফেসবুক আসার পর আমরা এখন বাংলা লিখছি।


"ভালো। তো এখন বাংলার উন্নয়নের জন্য কি করছেন?"

হিন্দি নিউজ সাইটগুলো বাংলা অক্ষরে পড়ার একটা ব্যবস্থা করেছি। যেটা পাবেন এখানে,

https://habibur.com/hindi/

btw: that was a fun project, not a serious one. :-)

এখন একটা বাংলা স্পেল চেকার লিখার চিন্তা করছি। তবে queue এ আরো অনেক জরুরি জিনিস আছে। তাই এটা কখন হবে ঠিক নেই।

10-Mar-2017 2:24 pm

Published
10-Mar-2017