Post# 1489106306

10-Mar-2017 6:38 am


প্রসংগ : অল্প বিদ্যা ভয়ংকরী


শূন্য বিদ্যা সবচেয়ে বেশি ভয়ংকরী। অল্প বিদ্যায় সেই ভয়ংকরত্ব কিছু কমে আসে। উল্টো বাড়ে না।


কোরআন শরিফ বা হাদিসে কি এই উক্তি আছে? বা এই ধরনের কোনো কথা? আমি পাই নি।

বরং পেয়েছি "ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।" তোমাদের খুব অল্পই জ্ঞান দেয়া হয়েছে। অর্থাৎ মানুষের জ্ঞান অল্প। আল্লাহর কথা।

আমার চোখে পড়েছে মানুষের দোষ হিসাবে তাদের অহংকারকে আল্লাহ তায়ালা বরং বেশি নিন্দা করেছেন। যতটুকু বিদ্যা থাকুক সে যদি অহংকারী হয় তবে হিদায়া পাবে না।


অনেক আলেমদের বয়ানে যারা কম জানেন তাদের কথার উপর আফসোস করতে শুনেছি। কিন্তু তাদের কাউকে অল্প বিদ্যা ভয়ংকরী কথাটা বলতে শুনি নি। কেউ যদি বলেন শুনেছেন, তাও বলবো যত ফ্রিকুয়েন্টলি তাদের এটা বলার কথা ছিলো, তত ফ্রিকুয়েন্টলি উনারা এটা বলেন না।

জ্ঞান যখন মানুষের বাড়তে থাকে তখন এক পর্যায়ে সে নিজের জ্ঞানকে অল্প মনে করে। এর পর আরো অনেক পর্যায় আছে, সেগুলো টানলে এখানে গ্রাফ দিতে হবে :-)

পূর্ন বিদ্যা কোনো মানুষের নেই। এবং কোনো আলেম কখনো বলেন না আমার বিদ্যা বেশি।


তবে এই উক্তিটা আমি আলেম না এমন লোকদের প্রচুর বলতে শুনেছি। বিশেষ করে যারা কোনো দলের পক্ষে ওকালতি করে তাদের। "আমার দলের বিপক্ষে বলছো? তুমি জানো কম। অল্প বিদ্যা ভয়ংকরি।"

উদ্যেশ্য থাকে, তাকে নিজ জ্ঞানের উপর কনফিউশনে ফেলে দিয়ে নিজের অনুগত করে নেয়া।

আল্লাহ তায়ালা আমাদের বিপথগামীদের দ্বারা পথ ভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করুন।

    Comments:
  • ৩০ খন্ড দেখেছি ইসলামি ফাউন্ডেশনে অনেক পুরানো একটা ছাপানোতে।
  • কোরআন তিলওয়াত শেখার জন্য একজন উস্তাদ লাগবে।
    আর আরবী ভাষা শিখার জন্য এখানে একটা টিউটরিয়াল লিখেছিলাম।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153487155448176
  • পিডিএফ পাবেন প্রথম ১০ খন্ড। পুরানো ছাপানো বলতে ইসলামিক ফাউন্ডেশন পাবলিক লাইব্রেরির শেলফে শুধু পাঠকদের বসে পড়ার জন্য দেখেছিলাম।

10-Mar-2017 6:38 am

Published
10-Mar-2017