Post# 1489045012

9-Mar-2017 1:36 pm


ট্রেন্ড : জানাজা

কোনো ওয়াক্তে মসজিদে গিয়ে যদি দেখি মুসুল্লির সংখ্যা স্বাভাবিকের থেকে দ্বিগুন, এবং অর্ধেক মুসুল্লিদের মাথায় টুপি নেই, বুঝি নামাজের পরে জানাজা আছে।


৪০ বছর আগে এই মসজিদে বছরে একটা/দুটো জানাজা হতো। নামাজের আগে ইমামকে বলতে হতো জানাজার নিয়ম।

এখন সপ্তাহে কয়েকটা করে জানাজা থাকে। কিছু দিন আগে জোহর আসর দুই ওয়াক্তেই জানাজা। এক দিন জোহরেই দুই জানাজা। তাই একটা অন্য মসজিদে পাঠালো।

For comparison: মক্কা/মদিনায় প্রতি ওয়াক্তেই জানাজা থাকে।


৮০ সালে দেশের জনসংখ্যা ছিলো ৯ কোটি। এখন ১৫ কোটি। জনসংখ্যা দ্বিগুন হয় নি। তবে শহরায়ন বাড়ছে।

মৃত্যু চোখে পড়ছে বেশি।

#HabibTrend

9-Mar-2017 1:36 pm

Published
9-Mar-2017