Post# 1488934337

8-Mar-2017 6:52 am


প্রসংগ : কপিরাইট


আমি কপিরাইটের বিপক্ষে না। ক্রিয়েটিভ রাইটিং যারা করেন তারা তাদের কপিরাইট রাখবেন।

তবে কোরআন, হাদিস, ফিকাহ এই ধরনের নিত্য প্রয়োজনিয় টেক্সটের কপিরাইট ছাড়া একটা ভার্সন থাকা প্রয়োজন মনে করি।

মিডিয়া এখন ডিজিটাইজেশনের দিকে যাচ্ছে। এবং কপিরাইট থাকলে কোনো বই ডিজিটাইজ করা যায় না। কপিরাইট হোল্ডার কোনো app দিলেও এতে হয়তো হাবিজাবি এড দিয়েছেন যে কারনে মসজিদে ব্যবহার করা যায় না। বা ঐ এপটা যথেষ্ট না। আরো অন্যান্য এপে সেই ডাটা ব্যবহার করতে হবে।


এর সমাধান হলো কপিরাইট ছাড়া ভার্সন। কোরআন বা বুখারি, মুসলিম এর মূল আরবী বই কোথাও কপিরাইটেড না। কিন্তু বাংলা অনুবাদ সবগুলো কপিরাইটেড।

ইসলামিক ফাউন্ডেশনের বইগুলো "জনগনের সম্পত্তি" মনে করে, ডিজিটাইজ করলে সমস্যা নেই ধারনা করে অনেকে ডিজিটাইজ করছেন। hadithbd এর একটা। কিন্তু ভলেন্টিয়ারলি কাজ করলেও তারা এখন তাদের কাজকে প্রায় কপিরাইটেড করে নিয়েছে। মানে তাদের অনুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না। অনুমতি নিতে হলে সম্ভবতঃ টাকা লাগবে। শর্ট করে বললাম। তাদের সাইটে লম্বা করে আছে।

এর ইফেক্টে এখন অন্য কোনো ফ্রি কাজ কেউ চাইলেও করে দেই না। কারন সে এটা পরবর্তিতে কপিরাইটেড করবে কিনা কোনো নিশ্চয়তা নেই।


কপিরাইট ছাড়া কোরআন শরিফের কোনো বাংলা অনুবাদ জানা আছে? আল কুরআন একাডেমি লন্ডনের সহজ কোরআনও কিন্তু কপিরাইট ছাড়া না।

বাইবেলের ইংরেজি ভার্শনগুলো কপিরাইটেড। ফ্রি কিছু নেই। এগুলো বিক্রির প্রফিট চার্চগুলোর ইনকামের একটা প্রধান উৎস।

এখন আমাদের মুসলিমদের জন্য এর সমাধান কি, ভাবছি। hadithbd এর মত কোনো ভলেন্টিয়ার প্রোজেক্ট কোনো সমাধান না। কারন উদ্যোক্তা এই কাজ অন্য কেউ ব্যবহার করার জন্য টাকা চাইতে পারে যে কোনো সময়ে। সে অধিকার তার আছে।

আর কিছু আছে?

    Comments:
  • টিকাতে মতভেদ থাকবে। টিকাগুলো পাবলিশ না করে মুছে দিলেই হলো। কিন্তু অন্য কারো এটা পাবলিশ করার অনুমতি নেই, সেটা হলো আরেক সমস্যা।
  • মতভেদ আছে, তাই যার যার আলেমদের থেকে জেনে নিতে হবে।
  • HIjri date/month wasn't consistent before 620, the year of hijrah.
  • এখন করছে। কি করনে কে জানে।
    তবে এটা বুঝা যাচ্ছে যে তারা এটা একেবারে ফ্রি রাখতে চাচ্ছে না। প্রথমে আমি যাই ধারনা করে থাকি না কেন।
  • যতটুকু মনে পড়ে। নাকি আমি গুলিয়ে ফেলেছি?

8-Mar-2017 6:52 am

Published
8-Mar-2017