১
একটা শর্ট প্যরাগ্রাফের থেকে লম্বা কিছু পড়ার মত ধর্য্য এখন আর হয় না। জরুরি কিছু পড়ার দরকার হলে শুধু skim করে যাই। মানে উপর থেকে নিচে চোখ বুলিয়ে। মাঝে মাঝে দুই একটা করে লাইন পড়ে। এতে যতটুকু বুঝা যায় বুঝে নেই।
ইদানিং বই যা কিনি সব home decoration. মানে শেলফ সাজানো জন্য। সিম্পল কোশচেন - ঘর সাজানোর জন্য কোনটা কিনবো: ডেকোরেশন পিস, নাকি বই? হ্যা, আমার উত্তরও তাই। :-)
২
গত বই মেলা থেকে দুটো বই কিনেছিলাম। সাজিদ আর আলমগিরি। আলমগিরিটা রেন্ডম এক্সেস বই। মানে যেই ফতোয়া দরকার ইন্ডেক্স থেকে সেটা বের করে ঐ অংশ দেখলেই চলে। পুরোটা পড়ার দরকার হয় না।
কিন্তু সাজিদ সিকুয়েন্সিয়ালি পড়তে হয়। এই ভাবে কোনো বই পড়ি নি কত বছর ধরে? ১০ বছর? ২০ বছর?
যাই হোক নিজের বিরুদ্ধে যুদ্ধ করে প্রথম তিনটা চ্যপ্টার পড়েছিলাম গত সপ্তাহে। এর উপর রিভিউ লিখা আরম্ভ করবো ইনশাল্লাহ।
৩
FAQ:
"তিন চ্যপ্টার পড়ে আর কি রিভিউ লিখবেন?"
কেন? অন্যরা যে শুধু সুচিপত্র পড়ে রিভিউ লিখে? তাদের তো কিছু বলেন না। আমি কিছু বললেই দোষ :-(
"তবে দেখি কি লিখেন! উল্টোপাল্টা কিছু লিখলে ব্রিগেড রেডি আছে।"
অকে :-)
- Comments:
- পরে রিভিউ দিবো ইনশাল্লাহ।