মাজহাব গত পার্থক্য - ১১
১
পশ্চিম দিকে পা দিয়ে শোয়া
হানাফি: নিষেধ
সালাফি: জায়েজ
২
সামূদ্রিক প্রানি খাওয়া
হানাফি: সমুদ্রের মাঝে শুধু মাছ খাওয়া জায়েজ। যে এলাকায় যেটা মাছ হিসাবে চিনে।
সালাফি: সকল সামুদ্রিক প্রানী খাওয়া জায়েজ। এর মাঝে কিছু প্রানীকে যেমন সাপ, কুমির এগুলোকে আলাদা ভাবে নিষিদ্ধ করা হয়েছে।
- Comments:
- মোবাইল সিগন্যল জ্যমার। ঢাকা শহরের প্রায় মসজিদে এগুলো আছে। কিন্তু এগুলো বিক্রি করা বা ব্যবহার করা বেআইনি।