"পুজিবাদ একটা বর্জুয়া, শোষক, ধনিক, বনিক, সামন্তবাদী শ্রেনি তৈরি করে। যারা গরিবের রক্ত চুষে বড়লোক হয়। আরম্ভ হয় শ্রেনি সংগ্রাম। তবে অধিকার শান্তিপূর্ন ভাবে আসে না। বিপ্লব করে এই সমাজ ব্যবস্থা ভেঙ্গে দিয়ে প্রতিষ্ঠা করতে হবে সাম্যবাদ ..."
৮০র দশকের সমাজতন্ত্রীদের কথা ৩০ বছর পর এখন আবার নতুন জেনারেশনের কাছে শুনতে পারছি। তবে, এদের হাতে ভিন্ন বই।
এর মাঝে মূলধারার আলেমদের তখন যেখানে দেখেছি, এখনো সেখানে দেখছি।