বেদি, বেদিকা [ bēdi, bēdikā ] বি.
1 যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত পরিষ্কৃত উঁচু ভূমি (যজ্ঞবেদি);
2 দেবপ্রতিমার সম্মুখস্হ ভূমি (দেবতার বেদিমূলে);
3 উপবেশন বক্তৃতা প্রভৃতির জন্য নির্মিত উচ্চ ভূমি, মঞ্চ, পীঠ platform.
[সং. √ বিদ্ + ই, ক + আ]।
তোমরা যারা গনতন্ত্রী (Y)
ফেসবুকে গালাগালি করা, আমার জান্নাতি হবার নিদর্শন না।
স্কুলে যাচ্ছে, hopefully :-)
অনেক কিছুর ব্যখ্যা পাওয়া যায় এই ছবি থেকে।
- Comments:
- কে কার শিক্ষক।
- হ্যা। ইমাম ইউসুফ আর মুহাম্মদ, এরা দুইজন ছিলেন প্রমিনেন্ট। পরবর্তি অনেক রুলিং উনাদের থেকে এসেছে।
- ওয়াজের বিপরতি হলো গানের কনসার্ট করা। এলাকার মানুষ উৎসব করতে চায়। হেলিকপ্টার দেখতে চায়। কি করবে? গায়িকা ভাড়া করে হেলিকপ্টার করে তাকে এনে উৎসব করবে? নাকি কোনো আলেমকে এনে উনার চারদিকে শ্লোগান দিযে উৎসব করবে?
ওয়াজ/হেলিকপ্টার বন্ধ করে দিলে মানুষ অন্যটা করবে এটা মনে রাখতে হবে।
- জানা নেই।