Post# 1488503827

3-Mar-2017 7:17 am


দয়ালু দয়াময় আল্লাহর নামে।

একটা সময় ছিলো, মানুষ তখন বলার মত কিছু ছিলো না।
আমি মানুষকে বিন্দু শুক্র থেকে সৃষ্টি করেছি, মিশ্রিত।
তাকে চোখ দিয়েছি, কান দিয়েছি।
তাকে পথ দেখিয়েছি, হোক কৃতজ্ঞ, হোক অকৃতজ্ঞ।

কাফেরদের জন্য শিকল, পায়ের বেড়ি, আগুন।

নেককাররা পান করবে গ্লাস থেকে, কাফুর মেশানো।
এ এক ঝর্না, আল্লাহর বান্দারা পান করে, অবিরাম ছুটিয়ে দিয়ে।
তারা নিজ ওয়াদা পূর্ন করেছিলো।
সেই দিনকে ভয় করতো, যেদিন চারিদিক ধ্বংশ হবে।

আর আল্লাহকে ভালোবেসে তারা খাওয়াত মিসকিনদের, এতিমদের, বন্ধিদের।

শুধু আল্লাহকে খুশি করার জন্য আমরা তোমাদের খাওয়াই।
না তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই,
না কোনো ধন্যবাদ!
আমরা ভয় করি আমাদের রবকে!
কঠিন ভয়ংকর সেই দিনে।

আল্লাহ তাদের রক্ষা করবেন সেই দিনের কষ্ট থেকে।
তাদের সাথে দেখা করবেন, তাদেরকে খুশি করে দিয়ে।
তাদের ধৈর্যের প্রতিদান হলো জান্নাত, রেশমি কাপড়।
তারা বসে থাকবে সোফাতে হেলান দিয়ে।
না রোদ্র পড়বে, না ঠান্ডা।

কিছু উপরে গাছের ছায়া, ফলের থোকা, ঝুলিয়ে দেয়া।
মাঝে ঘুরবে রূপার বাটি, ক্রিসটাল গ্লাস।
রূপার ক্রিসটাল, মেপে পূর্ন করা।
তাদেরকে দেয়া হবে গ্লাসে ভরা জানজাবিল,
একটি ঝর্না, নাম সালসাবিল।

চারিদিকে ঘুরবে চির কিশোর, দেখলে মনে হয় ছড়িয়ে দেয়া মুক্তা।
যদি তাকাতেন, তবে দেখতেন, কি নিয়ামত, বিশাল রাজত্ব!
তাদের কাপড় হবে পাতলা রেশম, ভারি রেশম, সবুজে রঙ্গিন।
পড়ানো হবে রূপার ব্রেসলেট,
তাদেরকে পবিত্র শরাব পান করাবেন, তাদের রব।

এ তোমাদের প্রতিদান,
তোমাদের সেই চেষ্টার শুকরিয়া করা হলো।

আমি আপনার উপর কোরআন নাজিল করছি, পর্যায়ক্রমে।
তাই আপনার রবের হুকুমের জন্য অপেক্ষা করুন,
পাপী, কাফেরদের অনুসরন না করে।
আপনার রবের জিকির করুন, সকাল সন্ধায়।
রাতে উনাকে সিজদা করুন, তসবিহ পড়ুন, দীর্ঘ রাত পর্যন্ত।

তারা এই বর্তমানকে ভালোবাসে, সেই ভীষন দিনকে পিছনে ফেলে রেখে।
আমি তাদেরকে সৃষ্টি করেছি, তাদের গায়ে শক্তি দিয়েছি।
চাইলে তাদের বদলে অন্যদের আনতে পারি, ঠিক তাদের মত।

এটা মনে করিয়ে দেবার জন্য, যে চায় সে যেন এখন তার রবের পথ ধরে।
আর তোমরা চাইতেও পারবে না, যদি না আল্লাহ চান।

আল্লাহ সব জানেন, মহাজ্ঞানী।
যাকে ইচ্ছে উনার রহমতের মাঝে ঢুকান।
আর জালেমদের জন্য তৈরি রেখেছেন কষ্টকর শাস্তি।

- সুরা ইনসান/দহর।

#HabibQuran

3-Mar-2017 7:17 am

Published
3-Mar-2017