Post# 1488467822

2-Mar-2017 9:17 pm


প্রশ্নোত্তর:


"কমেন্টের উত্তর দেন না কেন?"
পরিচিতদের প্রশ্নের উত্তর দেই।

তবে, অপরিচিতদের সাথে তর্ক এড়িয়ে চলি কারন এতে আমার লাভ নেই।


"রেফারেন্স বা ব্যখ্যা চাইলে দেন না কেন?"
রেফারেন্স যেগুলো দেই সেগুলো স্টেটাসে দিয়ে দেই।

তবে, রেফারেন্স না দিয়ে যে কথা বলি সেগুলো কমেন্টে কেউ রেফারেন্স চাইলেও দেই না, কারন রেফারেন্স দেবো না ধরে নিয়েই সেটা প্রথমে লিখেছিলাম।


"ভুল ধরিয়ে দিলে সেটা শুদ্ধ করেন না কেন?"
ফেকচুয়াল ভুল ধরিয়ে দিলে সেটা সংগে সংগে শুদ্ধ করে, কমেন্টরকে জাজাকাল্লাহ বলে দেই।

তবে, মত-পথ-ব্যখ্যা-ইন্টারপ্রিটেশনের ভুল ধরলে, we agree to disagree strategy follow করি। তর্ক না করে চুপ।


"ফ্রেন্ড রিকু পাঠিয়েছিলাম, এক্সেপ্ট করেন না কেন?"
পরিচিতদের এক্সেপ্ট করি।

তবে, অপরিচিতদের যদি এড করি, এবং ফেসবুক যদি আমাকে ফটো ভেরিফিকেশনে দেয় আমি আটকিয়ে যাবো। Follow করলে ফ্রেন্ডের সমান বেনিফিট পাবেন। :-)

    Comments:
  • :-)

2-Mar-2017 9:17 pm

Published
2-Mar-2017