প্রসংগ : নিজের কাজের দায় নেয়া
১
"আমি তো জমি বেচবো না। পরে সে আইসা আমারে এই বুঝায়, সেই বুঝাইয়া। আমার কাছ থেকে কিনা লইলো!"
"আমার মাথাটা কেমন আউলাইয়া গেছিলো। কখন যে দা দিয়া কোপ দিছি, কইতে পারমু না।"
"আমি কইছিলাম ঐ ঘরে মাইয়া বিয়া দিমু না। পরে এমন ভাবে ধইরা আমারে থেকে কথা আদায় কইরা নিলো..."
কমন উক্তি এগুলো। এগুলো দিয়ে ইন্ডিকেট করে সে তার নিজের স্বিদ্ধান্তের দায়িত্ব নিতে অস্বিকার করছে।
তার স্বিদ্ধান্তের ক্ষতির জন্য সে নিজেকে না, বরং অন্যদের দায়ি করছে।
২
নিজের স্বিদ্ধান্তের দায় নিজেকে নিতে হয়। মানুষ আমাকে উপদেশ দেবে।
তবে হাজার উপদেশের মাঝে আমি কোনটা ফলো করবো কোনটা করবো না, সেই চয়েস আমার।
যে স্বিদ্ধান্ত আমি নেই না কেন, তার দায়িত্ব আমার।
যদিও বুদ্ধিটা আমার ছিলো না।
যদিও আমি সেটা করতে চাই নি।
যদিও আমি অন্য কিছু করতে চাইছিলাম।
দায় আমার,
কারন শেষ স্বিদ্ধান্তটা আমি নিজে নিয়েছি।
এবং আমার পূর্ন স্বাধিনতা ছিলো ঐ স্বিদ্ধান্ত না নেবার।
৩
Bully : যে শক্তি বা ধমক দিয়ে মানুষকে নিজের অনুগত করার চেষ্টা করে।
Manipulative : যে কথা দিয়ে মানুষকে নিজের অনুগত করার চেষ্টা করে।
কোনো বন্ধুর মাঝে এই ধরনের নিদর্শন পেলে তার থেকে দূরে থাকার উপদেশ আমি দেই। কারন আমার স্বিদ্ধান্তের দায় আমাকে নিতে হবে। সে নিবে না।
৪
এর উল্টো:
"ভাই আমি কিছু বুঝি না, আপনি যা করেন।"
কেউ যদি এত দুর্বল চিত্ত হয় যে ঐ বিষয়ে ভালো মন্দের পার্থক্য করতে পারে না। তবে তাকে উপদেশ দেবার ব্যপারে সাবধান। আমার থেকে বেশি কনভিন্সিং কেউ এসে তাকে উল্টো বুঝালে এর পর থেকে সে আমাকে শত্রু মনে করতে থাকবে।
"ভাই আপনাকে আমার ভালো মনে হয়েছে, এখন মানুষ যে কি খারাপ..."
সে দুনিয়াটাকে ব্লেক এন্ড হোয়াইট দেখছে। তার খারাপের ডেফিনিশনে আমার চলে যেতে সময় লাগবে না।