Post# 1488443820

2-Mar-2017 2:37 pm



জনৈক: "ভাই ১০০% ভালো কেউ না, আবার ১০০% খারাপও কেউ না... ...."

ফেসবুক ব্রিগেড: "কেউ না" বললে নবি রসুলদেরও বুঝায়। আর যে <এই> <এই> বললো সে কাফের। তাই এই উক্তিকারি কাফের।


প্রতিটা কথার একটা কনটেক্সট আছে, বাংলায় যাকে বলে "প্রসংগ"। এবং কনটেক্সটের মাঝে থেকে জেনারেল কোনো উক্তি করলেও তার উক্তিটা গ্লোবাল কনটেক্সটে ধরা হয় না। তার স্পসিফিক কনটেক্সটেই থাকে।

যদিও উক্তিটা জেনারেল।


দ্বিতীয়তঃ প্রতিটা জেনারেলাইজেশনের কিছু এক্সেপশন থাকে। জেনারেলাইজ করা হয় এক্সেপশনগুলোকে মেনে নিয়েই। এবং প্রতিটা উক্তিতে এক্সেপশনগুলোকে বলে দেয়া শর্ত না। উক্তিকারী রিজেনেবলি ধরে নেয় সব পাঠক এসব জানে এবং বুঝে।

যদিও সে ডিফাইন করে নি।


তবে বাচ্চারা এগুলো বুঝে না। তারা পৃথিবীকে দেখে ব্লেক এন্ড হোয়াইট হিসাবে। হয় কেউ ১০০% ভালো নচেৎ কেউ ১০০% খারাপ।

তাই তাদেরকে এগুলো ভেঙ্গে বুঝাতে হয়। এক্সেপশনগুলো এক্সপ্লেইন করতে হয়।

তবে বয়স বাড়ার সাথে সাথে সে বাচ্চা বড় হয়ে রিয়েলাইজ করে:

অধিকাংশ বিতর্কে সত্যটা থাকে একটা গ্রে জোনে।
দুই পক্ষের কেউই ১০০% সঠিক না।

    Comments:
  • শব্দার্থ:
    জেনারেলাইজেশন = "সব মানুষই পাপি"
    কনটেক্সট = "সাধারন মানুষের কথা বলা হয়েছে"
    জেনারেল উক্তি কনটেক্সটের মাঝে = "সে সব মানুষ বললেও সাধারন মানুষদের শুধু বুঝিয়েছে"
    এক্সেপশন = নবি রসুল সাহাবা কিরাম পীর বুজুর্গ মানুষ কিন্তু এক্সেপশন।
    সাদা কালো = কোনো বিতর্কের দুই প্রান্ত। একটা সাদা অন্যটা কালো।
    গ্রে জোন = দুই প্রান্তের মাঝা মাঝি এলাকা। যেখানে কিছু সাদা কিছু কালো মিলানো থাকে। তাই এটার রং হয় ধুসর।
  • grammar nazi রা বলবে। They need to update themselves for the 21st century.
  • useless and unnecessarily complex grammar rules discard করার সময়। And being practical.

    মানুষ এখন চাদে যাচ্ছে এটা বুঝতে হবে।

    // মানে এখন না গেলেও ৫০ বছর আগে গিয়েছিলো। দাবি করা হয়।

  • একজন আমেরিকানকে একটা মাছ দাও, সে একদিন মাছ খাব। কিন্তু তাকে মাছ ধরা শিখিয়ে দাও, সে সারা জীবন _______।

2-Mar-2017 2:37 pm

Published
2-Mar-2017