১
যুক্তির অনেক লেভেল আছে।
প্রথম লেভেলে: যুক্তি আছে - এর পাল্টা যুক্তি আছে।
এর পরের লেভেলে: আগের যুক্তির উত্তর - এর আবার পাল্টা উত্তর।
এরকম তৃতীয় লেভেল,
চতুর্থ লেভেল,
অনেক লেভেল।
সমস্যা হলো যত উপরের লেভেলে যাবেন এগুলো বুঝা তত কঠিন হবে।
২
একেক জন একেক লেভেল পর্যন্ত বুঝে।
যে যেই লেভেল পর্যন্ত বুঝে তার কাছে মনে হয়
এর উপরের লেভেলে বেশি ইন্টিলেকচুয়ালিটি ফলানো হয়।
আবার নিচের লেভেল বেশি প্রিমিটিভ।
তবে কোনটা comfortable zone সেটা ব্যক্তি থেকে ব্যক্তিতে পার্থক্য হয়।
যার যার কেপাবিলিটি অনুযায়ি।
৩
এটা আমাদের বুঝতে হবে আমি যা বুঝি এর আগের লেভেলেরও দরকার আছে।
তাদের জন্য যারা ঐ লেভেল পর্যন্ত বুঝে।
আবার এর উপরের লেভেলেরও দরকার আছে। তাদের জন্য যারা সেগুলোও বুঝে।
৪
ঈমান: আমি যা বুঝি, সে পর্যন্ত বুঝে আমি বিশ্বাস করলাম যা কিছু আল্লাহ উনার রাসুলকে দিয়ে পাঠিয়েছেন সব সত্য।
আমল: আমি যা বুঝি আমার ঐ বোধ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করে গেলাম।
৫
"আকাশ আর পৃথিবীর সৃষ্টতে এবং দিন রাতের পরিবর্তনে
জ্ঞানি লোকদের জন্য নিদর্শন আছে।
যারা দাড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে,
আর আকাশ-পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে।
রব! এসব আপনি অনর্থক সৃষ্টি করেন নি!
আপনি পবিত্র, আমাদেরকে আগুন থেকে বাচান।
রব! আপনি যাকে আগুনে ফেললেন তাকে অপমানিত করলেন,
আর জালেমদের কোনো সাহায্য নেই।
রব! আমরা শুনেছি এক ঘোষনাকারী ঈমানের দিক ডাকছে,
'তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো!'
এর পর আমরা ঈমান এনেছি।
রব! আমাদের গুনাহগুলো মাফ করেন,
দোষগুলো দূর করেন।
আর নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করেন।"
- সুরা আল ইমরান।