Post# 1485873446

31-Jan-2017 8:37 pm


News:

- সরকারের প্রধান আইনজীবি আজকে বলেছে, সে মুসলিম ব্যন মানবে না। অন্য সরকারী আইনজীবিরাও যেন না মানে। এর পর তাকে চাকরিচ্যুত করে ট্রাম্প। ১০ দিন আগে এই পোষ্টে ট্রাম্প তাকে চাকরি দিয়েছিলো।

- খবর/ভিডিও: আমেরিকার এয়ারপোর্টে ৫ বছরের এক ছেলেকে ৪ ঘন্টা হাতকড়া পড়িয়ে রাখা হয়। পরে সরকার সাংবাদিকদের বলে ৫ বছর বলে সে বিপদজনক না চিন্তা করা ভুল হবে।

- আজকে আরম্ভ হয়েছে ইউরোপ-আমেরিকা দন্ধ। ইউরোপ বলতে এখন জার্মানি বুঝায়। ইউরোর দাম বেড়ে যাচ্ছে। জার্মানি ট্রাম্পকে বিশ্বের বিপদ বলে ডিকলেয়ার করেছে। এই রকম।

#FitnaNews

    Comments:
  • এটার উত্তর উপরে দিয়েছি। তবে ডাইরেক্টলি না বলে। বুঝা যায়? সবগুলো পয়েন্ট পড়ে চিন্তা করলে বুঝতে পারবেন। না হলে আমি এক্সপ্লেন করে কমেন্টটা কিছুক্ষন পরে মুছে দেবো।
  • আমি আসলে ইম্পলাই করেছি: আপনি যত শুদ্ধ করতে চান না কেন এটা শেষ হবে না। এবং এই দেশেও এক মাদ্রাসার আলেমের তিলওয়াত অন্যের কাছে গ্রহনযোগ্য না। এবং বেশ কয়েকটা হাদিসে এত শুদ্ধ করার জন্য সময় দিতে নিরুৎসাহিত করা হয়েছে। যদি হিফজ হয় শুধু মাত্র নিজের ইসলাহর জন্য।

    তাই মোটামুটি যদি আপনার কাছে শুদ্ধ মনে হয় তবে মুখস্ত করতে থাকেন। পরে আস্তে আস্তে আরো শুদ্ধ করতে পারবেন।

  • //মাদ্রাসার একটা ছেলে বিগড়ে গেলে লাইনে আনা ব্যাপক কঠিন// সত্য কথা। এটার উপরও লিখার নিয়ত আছে।
  • আমি প্রথম সুরাটা এইভাবে মুখস্ত করেছিলাম।
    এর পর আস্তে আস্তে কয়েক বছর পর ভুল যেখানে পেয়েছি, শুদ্ধ করে নিয়েছি।
  • জাজাকাল্লাহ।
  • তাই নাকি? lemme re-check.
  • In January 2017, according to a Justice Department spokesman, Yates accepted a request from the incoming Trump Administration to serve as Acting Attorney General, beginning on January 20, 2017, and until the successor for Attorney General Lynch would be confirmed by the United States Senate.[16]
  • উইকি থেকে। by the way, আমি শুধু প্রথম লাইন পড়ি। আপনি যদি ভিন্ন কিছু পান তবে জানাবেন।

    তবে মনে হয় যা লিখেছি, ঠিক আছে।

  • আগে থেকে ছিলো। ট্রাম্প চিঠি দিয়ে নতুন নিয়োগ করেছে তাকে ১০ দিন আগে।

    Yates served as Acting United States Attorney General from January 20, 2017 until her dismissal by President Donald Trump on January 30, 2017, following her instruction to the Justice Department not to defend Trump's immigration-related executive order in court

31-Jan-2017 8:37 pm

Published
31-Jan-2017