Post# 1485791812

30-Jan-2017 9:56 pm


আজকের খবর ছিলো:

- কানাডাতে ইশার নামাজের সময় মসজিদে গুলি করে ৬ জন মুসলিম হত্যা। ১০ জন আহত।

- ট্রাম্পের মুসলিম ব্যনে আমেরিকান আদালত স্টে অর্ডার দিয়েছে। কিন্তু সরকার এটা মানছে না। এটা নিয়ে আদালত-সরকারে ক্ষমতার যুদ্ধ আরম্ভ হয় কিনা সে প্রশ্ন।

- এবং বাশার আল আসাদের মৃত্যুর গুজব। এটা ঠিক হবার সম্ভাবনা আমি ৫% থেকে ৭% এর বেশি বলবো না। বৃটিশ ট্যবলয়েড এ এই খবরগুলো আসছে। আমেরিকার মিডিয়াতে কিছু নেই।

#FitnaNews

    Comments:
  • চেক করে দেখে নেই...
  • http://www.aljazeera.com/news/2017/01/trump-order-170129030842119.html
  • A federal judge has blocked part of President Donald Trump's executive order on immigration, ruling that travellers who have already landed in the US with valid visas should not be sent back to their home countries.
  • অর্থাৎ পারশিয়ালি ব্লক করেছে। গ্রিন কার্ড হোল্ডারদের জন্য। যেটা সরকার মানছে না। এবং এ নিয়ে পসিবল গন্ডোগোলের খবর আজকে মিডিয়াতে আসছে।
  • রাইট। ঠিক করে দিচ্ছি।

30-Jan-2017 9:56 pm

Published
30-Jan-2017