Post# 1485738123

30-Jan-2017 7:02 am



ট্রাম্পের প্রথম সেনা অভিযান মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের দুটো বড় দলের একটার একেবারে কেন্দ্রে। ১ জন আমেরিকান সেনা নিহত। পুরো বর্ননা হয়তো কিছু দিনের মাঝে জানা যাবে। বড় ঘটনা। হিসটরিক ইভেন্ট।

মধ্যপ্রাচ্যের দলগুলোকে ওবামা ছাড় দিতো আসাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই ঘটনায় বুঝা গেলো ট্রাম্প এই কাজ করতে যাচ্ছে না।


ইজরাইলের ইহুদিরা যখন কোনো সরকারের উপদেষ্টা হয় তখন সেই সরকার একেবারে নির্দয় নিষ্ঠুর খুনি হয়ে যায় মুসলিমদের উপর। এটা মিশরে দেখা গিয়েছে, এরদোগানের আগে তুরষ্কে দেখা গিয়েছে, ভারতে দেখা গিয়েছে, এবং আমাদের আশে পাশেও দেখা গিয়েছে।

ট্রাম্পের উপদেষ্টা এখন এরা।


যুদ্ধরত দলগুলো সম্পর্কে আমার অবস্থান হলো তাদের ঐসব শিক্ষা যেগুলো মূলধারার অধিকাংশ আলেমের শিক্ষার বিপরতি সেগুলোতে আমি বিশ্বাসি না।

আমি মূলধারার আলেমদের সংগে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

কিন্তু তারা যখন মার খেতে থাকে, বা শিয়া, ইহুদি, কমুনিষ্টদের বিরুদ্ধে যুদ্ধ করে তখন আমি তাদের পক্ষে।

30-Jan-2017 7:02 am

Published
30-Jan-2017