একটা ক্লিয়ারেন্স:
আমি কুকুর রক্ষার পক্ষে না। বরং শহরের সব কুকুর মেরে ফেলার পক্ষে যেমন সৌদিতে করেছে। আরো অনেক যুক্তি হাদিস ফতোয়া দিতে পারতাম, কিন্তু এগুলো আমার দেয়ার প্রয়োজন আছে মনে করছি না।
"কিন্তু এটা নিয়ে লিখছেন কেন? কত ইশুই তো আছে? অন্যের সমালোচনার প্রয়োজন কি?"
কারন হলো যারা এর পক্ষে তাদের কারো কারো সমর্থক আমি ছিলাম বহু বছর।
কিন্তু এই ইশুটা আমার "মডারেট মুসলিম" এক্সেপটেন্স লেভেলেরও বাইরে। এর সাথে আছে আন্দোলন-হিজাব এবং আরো অনেক কিছু। যেগুলো ব্যখ্যা করার প্রয়োজন মনে করছি না।
"তাহলে এত দিন যে প্রমোট করতেন? এর দায়িত্ব কে নেবে?"
যতদিন কোনো মুসলিমকে সাপোর্ট করার কোনো উপায় আছে ততদিন তাদের সাপোর্ট করে যাই। আর যাই হোক মুসলিম ভাই হিসাবে।
কিন্তু একটা সময়ে মনে হয় সাপোর্ট করা দ্বারা এখন নিজের দ্বিনের ক্ষতির আশংকা আছে। তখন পিছিয়ে আসতে হয়। এটা "দেখবেন সে এরকম করবে" এ রকম কথার উপর আন্দাজ করে করি না। বরং খারাপ কিছু করার পর শুধু মাত্র সেটার উপর ভিত্তি করে করি।
মধ্যম পথ বের করা এবং চলা কঠিন।
আল্লাহ তায়ালা আমাদের পথের উপর রাখুন।
- Comments:
- উনি পাবলিকলি নিজের অবস্থান পরিবর্তনের ঘোষনা দিলে কনফিউশন থাকতো না। তবে উনার ব্যপার উনার।
- "২/৩ কেজি ময়লা খায়" --> ২/৩ শ গ্রাম খায়।
"যা পরিবেশে মিশে না" --> প্লাসটিক পরিবেশে মিশে না। কুকুর প্লাসটিক খায় না। হাড় গোস্ত খায়।
"এক মহিলাকে কুকুরে আক্রমণ করে তার পায়ে কামড়ে দিয়েছে" --> এটা ২৫% কারন মেরে ফেলার।
"অন্য এলাকার কুকুর আবার এই যায়গা দখল করতে আসবে" --> শহরের সব কুকুর মেরে ফেলতে হবে। ব্যক্তিগত মালিকানার গুলো বাদে।
"না মেরে vaccine দেওয়া টা ভালো" --> এখন যত কুকুর আছে সংখ্যা বেড়ে এর ১০০ গুন হয়ে গেলে ভেকসিনে কুলাবে না। তখন হলেও মারতে হবে। - //আরবে আজ একটাও কুকুর থাকতো না// -> আরবের রাস্তায় আমি কোনো কুকুর দেখি নি।
//সমূলে বিনাশ করা টা অমানবিক// -> agree. কিন্তু ব্যক্তিগতভাবে আমি ethics ভিন্ন ভাবে নির্ধারন করি। - //VIP এলাকায় ছিলেন// --> না শহরতলিতে ছিলাম।
//কুকুর সন্ধ্যা নামার সাথে সিটিতে বা লোকালয়ে প্রবেশ করে// --> চোখে পড়ে নি। অনেক বছর ছিলাম।
//এথিকস নির্ধারনে ধর্ম মধ্যপন্থা// --> ঠিক। কুকুর হত্যার কথা হাদিসে আছে। দেশে কুকুর বেড়ে গিয়েছে। সবাইকে কামড় দিচ্ছে। এর পরও ইসলামের দোহাই দিয়ে বেওয়ারিশ কুকুর না মারার পক্ষে কোনো যুক্তি দেখছি না।শেষ ফতোয়া আসবে আলেমদের কাছ থেকে। কিন্তু উনারা কুকুর রক্ষার পক্ষে না। মারা খারাপ/নিষেধ/অমানবিক এরকম ফতোয়া অধিকাংশের থাকলে আমি মত বদলাবো। Ashraful Alam
- বস। আগের মত তর্কের এনার্জি এখনো আছে কিনা চেক করতে শুধু তর্ক করলাম।
এনার্জি শেষ। তাই আপনার এই শেষ কথাগুলোতে লাইক-কমেন্ট দিয়ে শুধু একটিব থাকলাম। :-) তর্কের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
- (Y)