Post# 1485664637

29-Jan-2017 10:37 am



আমেরিকার গ্রিন কার্ড হোল্ডারও যদি সিমান্তের বাইরে আসে তবে তাকে আর ঢুকতে দেয়া হবে না যদি সে সেই ইসলামি দেশগুলোর একজন হয়। এটা বাবাজির নতুন আইন। তাই তোমরা যারা দেশে আসার প্লেন করছিলে থিংক টোয়াইস।

বাংলাদেশ এই লিষ্টে আছে সেটা বলছি না যদিও।


আমেরিকায় মুসলিমদের উপর আক্রমন বাড়ছে। মুসলিম ব্যন করার দুই ঘন্টা পর একটা মসজিদ আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এয়ারপোর্টে যাত্রিরা এক মুসলিম এয়ারলাইনের চাকুরিজীবিকে পিটিয়েছে "ট্রাম্প এখন ক্ষমতায়" চিৎকার করে।

এখানে আর কোনো মন্তব্য করলাম না।


মেক্সিকোর পন্যের উপর ২০% ট্যক্স দেয়াল করার জন্য। অন্যদেশগুলোর উপর ৩৫% ট্যক্সের একটা কথা চলছিলো। মানে কি বাংলাদেশের উপরও?

অভিযোগ করার কিছু নেই। আমেরিকার পন্য বাংলাদেশে ঢুকলে ১০০% ট্যক্স দিয়ে ঢুকাতে হয়। এটা ব্যলেন্স করা দরকার ছিলো। :V


আগে "পৃথিবীর খুব নিকট দিয়ে বড় উল্কা চলে গিয়েছে, বড় বাচা বেচে গিয়েছি" -- টাইপের নিউজগুলো যখন খবরে আসতো তখন খুব কাছে বলতে বুঝাতো পৃথিবী থেকে চাদের দূরত্বের ১০ গুন বা ২০ গুন দূর দিয়ে। "এসট্রনমিক্যল স্কেলে এটা খুব কম" তাদের দাবি। ভালো কথা।

এই বছর আরম্ভ হবার পর দুটো বড় উল্কা চলে গিয়েছে। প্রথমটা চাদের দূরত্বের ৫০% দ্বিতীয়টা ৭০% দূর দিয়ে।

তবে এটার কারন হয়তো আমাদের টেলিস্কোপ এখন অনেক পাওয়ারফুল। এগুলো আগে ধরতে পারতো না, এখন পারে।

রিগার্ডলেস আমরা কতটুকু ভলনারেবল সেটা বুঝা যায়।

#FitnaNews

29-Jan-2017 10:37 am

Published
29-Jan-2017