Post# 1485608801

28-Jan-2017 7:06 pm


কিছু আলেমদের মতে সাধারন মানুষ যদি কোরআন বুঝে পড়ার চেষ্টা করে তবে গোমরাহ হয়ে যাবে। বরং তাদের উচিৎ আলেমদের কাছে গিয়ে শিখে নেয়া যারা অনেক বছর ধরে কোরআন পড়েছে।

অন্য আলেমদের মতে সাধারন মানুষদের উচিৎ কোরআন বুঝে পড়া। এর পর যে প্রশ্ন আসবে সেগুলো সে আলেমদের কাছে গিয়ে ক্লিয়ার করে নেবে।

আমি এই দ্বিতীয় মত আনুসরন করি।
ড: খন্দকার জাহাঙ্গির স্যারের বয়ান এর উপর।

https://www.youtube.com/watch?v=GCbGwW98m6M&spfreload=10

    Comments:
  • কোরআন থেকে কেউ হিদায়াত পাবে, কেউ গোমরাহ হবে। এটা স্বাভাবিক।
    অপর দিকে কোরআন না পড়লেও কেউ হিদায়াত পাবে কেউ গোমরাহ হবে।

    এজন্য দ্বিতীয় গ্রুপের মতে অজ্ঞ থাকার থেকে বুঝে পড়া ভালো। কারন বুঝে পড়ার উপকার যেগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত হবে সেটা না করলে।

28-Jan-2017 7:06 pm

Published
28-Jan-2017