Post# 1485602059

28-Jan-2017 5:14 pm


নিচের স্টেটাসের অনুবাদ
[ https://www.facebook.com/qsas.3br/posts/772031756277849 ]

হারুন আর রশিদ মৃত্যু শয্যায় শুয়ে ছিলেন।
আশে পাশে তার ভাইদের বলেন

: আমাকে যেখানে কবর দেবে সেটা দেখতে চাই।

উনাকে উঠিয়ে কবরের কাছে নিয়ে যাওয়া হলো।

উনি কবর দেখেন।
অনেক কান্না করেন।
উনার চারিদিকের মানুষের দিকে মাথা ঘুরিয়ে বলেন

: মা আগনা আন্নি মালিহ, হালাকা আন্নি সুলতানি।
হায় আমার মাল আমার কোনো উপকার করতে পারলো না। আমার সুলতানিয়াত আমাকে ধ্বংশ করে দিলো -- সুরা হাক্কা।

এর পর মাথা আকাশের দিকে তুলে কান্না করেন। বলেন,

: হে যার রাজত্ব কখনো শেষ হয় না!
রহম করেন তার উপর যার রাজত্ব শেষ হয়ে গেলো।

তাই মুসলিমরা।
রাত্রি যত লম্বা হোক না কেন, এর শেষে সকাল আসবে।
জীবন যত লম্বা হোক না কেন, এর শেষে কবরে ঢুকতে হবে।

তাই আনন্দকে যা ধ্বংশ করে দেয়
তার চিন্তা বেশি বেশি করে কর। (মৃত্যুর)

#HabibTranslation

28-Jan-2017 5:14 pm

Published
28-Jan-2017