Post# 1485551005

28-Jan-2017 3:03 am


দয়ালু দয়াময় আল্লাহর নামে।

বলে দিন, আমার কাছে এই ওহি এসেছে
একদল জ্বীন শুনার পরে বলেছে --
আমরা আশ্চর্য এক কোরআন শুনে এসেছি।

সত্যের পথ দেখায়!
তাই আমারা ঈমান এনেছি!
আমাদের রবের সাথে কাউকে শরিক করি না!

আমাদের রবের শক্তি অনেক উচুতে।
উনি কোনো সংগী নেন না,
কোনো সন্তানও না।

অথচ আমাদের মূর্খরা আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি কথা বলতো।
আমাদের ধারনা ছিলো,
জ্বীন-মানুষ আল্লাহকে নিয়ে মিথ্যা বলে না!

কিছু মানুষ, কিছু জ্বীনদের থেকে সাহায্য নেয়,
তাদের পাপ এতে বাড়ে।

তোমরা যেমন ধারনা কর, তেমনি তারাও ধারনা করতো,
আল্লাহ কাউকে জীবিত করে উঠাবেন না।

আমরা আকাশ স্পর্শ করে দেখেছি,
সেখানে কঠোর পাহারা আর উল্কাতে ভরা।

আথচ আগে সেখানে বসার জায়গায় গিয়ে বসে থাকতাম,
কিছু শুনার আশায়।

এখন যে শুনার চেষ্টা করবে,
সে সেখানে জলন্ত উল্কা পাবে,
তার অপেক্ষায়।

তাই আমরা জানি না!
দুনিয়াবাসীদের জন্য বিপদ কি ঠিক করা হয়েছে?
নাকি তাদের তাদের রব তাদের ভালো চান?

আমাদের মাঝে কেউ ভালো,
কেউ মন্দ,
আমরা বিভিন্ন পথে বিভক্ত ছিলাম।

তবে আমরা বুঝেছি
দুনিয়াতে আল্লাহকে যুদ্ধে হারানো যাবে না,
যুদ্ধ থেকে পলানোও না।

তাই এখন সত্যের ডাক যখন পেলাম, ঈমান আনলাম।
যে নিজের রবের উপর যার ঈমান আনে,
সে অপমান আর ক্ষতির আশংকা করে না।

আমাদের মাঝে কেউ অনুগত,
কেউ অবাধ্য।
যারা অনুগত তারা আছে সত্যের পথে।

অবাধ্যদের জন্য রয়েছে জাহান্নামের আগুন।
প্রচুর পানিতে সিক্ত করতাম
যদি তারা হতো সত্যের পথে।

তাদেরকে পরিক্ষা করার জন্য!

যে তার রবের ডাক থেকে মুখ ঘুরায়,
তাকে দেয়া হবে কঠিন আজাব।

আর মসজিদগুলো আল্লাহর জন্য
আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না।

আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাকতে দাড়ালেন
চারিদিক থেকে তারা ভিড় করে ফেলে।

তাদের বলেন,
আমি আমার রবকে ডাকছি।
উনার সাথে আমি কাউকে শরিক করি না।

না তোমাদের কোনো ক্ষতি করার সামর্থ আমার আছে,
না তোমাদের কোনো উপকার করার।

না আল্লাহ থেকে আমাকে রক্ষা করার কেউ আছে,
না আমাকে আশ্রয় দেবার।

উনি নিজে ছাড়া।

আমার কাজ শুধু আল্লাহর বানীকে পৌছে দেয়া।
যে আল্লাহ আর তার রাসুলকে অমান্য করবে
তার জন্য জাহান্নামের আগুন,
সেখানে চিরকাল জন্য ঢুকবে।

যে ওয়াদা শুনানো হলো,
তারা সেই পর্যন্ত দেখে যাবে।

শিগ্রি জানতে পরবে
কার সাহায্য কম ছিলো,
আর কারা সংখ্যায় অল্প।

বলে দিন!
আমার জানা নেই, সেই ওয়াদা পূরনের সময় চলে এসেছে কিনা?
নাকি আমার রব আরো সময় দিয়ে দেরি করবেন।

উনিই আলিমুল গাইব।
অদৃশ্যের খবর উনি অন্য কারো কাছে প্রকাশ করেন না।

উনার রসুল ছাড়া, যাকে ইচ্ছে।
তখন এর সামনে পেছন পাহারাদার আসে।

উনার বানী ঠিক মত পৌছেছে কিনা নিশ্চিৎ করতে।

উনি ঘিরে রাখেন যা তাদের কাছে থাকে।
উনি হিসাব নেন প্রতিটির -- গুনে গুনে।

- সুরা জ্বীন।

#HabibQuran

28-Jan-2017 3:03 am

Published
28-Jan-2017