হজ্জের কাফেলার সমস্যা সমুহ - cont./2
৩
সমস্যা : হজ্জ শেষে ফিরার আগে দূরের কোনো বাসায় রাখা।
এটা করে এভাবে
তাতে তাদের খরচ বাচে:
সমস্যা:
৪
এর পরের সমস্যা : সোজাসাপ্টা মানুষদের প্রমিজড পেকেজে না দিয়ে কম দামিদের সাথে রাখা।
এটা করে এভাবে
কিন্তু:
সেখানে গিয়ে দেখবেন এই চারটা প্যকেজ আসলে একই প্যকেজ। সবাইকে একই হোটেলে রাখছে। একই খাবার।
"তাহলে বেশি রেইট দিলাম কেন?" জিজ্ঞাসা করলে।
"আপনারা হলেন ভিআইপি গেষ্ট, বিশেষ মর্যাদার"
"আপনাদেরকে ৪ জনের ছোট রুম দিয়েছি, ৫ জনের বড় রুমের বদলে"
"হজ্জে আসছেন এখন চিল্লা পাল্লা করে হজ্জ নষ্ট করবেন না"
বুঝবেন যে ঠকেছেন। এটা আগে থেকে বুঝার উপায় নেই। কারন তখন তারা বলছিলো "আমরা এই রকম না।"
উল্লেখ্য এটা মন্ত্রী মিনিষ্টার বা বড় পদের লোকদের ক্ষেত্রে করার সাহস পায় না। তাই সেরকম কেউ হলে আপনার চিন্তা নেই। তাদেরকে মূল কাফেলার বাইরে একটা ফেমিলি প্যকেজে দিয়ে একজন লোক লাগিয়ে দেয়। কিন্তু এর বাইরে আমার-আপনার মত আম-জনতা এই প্রতারনায় পড়ে।
এর সমাধান হলো:
সবচেয়ে সস্তা রেটের পেকেজে যাওয়া। গিয়ে দেখবেন সব এক। দেশে যতই বড় গলায় "পার্থক্য আছে", "আমরা এই রকম না" বলুক না কেন।
উল্লেখ্য: সস্তা পেকেজ আরম্ভ হয় ২ লক্ষ ৬০ থেকে। এরা ৪ লক্ষের পেকেজের সাথে একই সাথে থাকবে।
পেকেজ এক, কিন্তু যার কাছ থেকে যা নিতে পারে তার উপর ভিন্ন ভিন্ন নাম। :V :V
#HabibHajj
- Comments:
- ঠিক। তবে ইশু হলো যে: বিভক্তি সৃষ্ট হয়েছে। যেটা কিনা রক্তারক্তি পর্যন্ত গিয়েছে। এবং এটা প্রায় পুরোটা আমিরত্ব নিয়ে। এবং কোনো পক্ষই ক্ষুদ্র কোনো দল না।
"ফিতনা না" : ইশুগুলোতে ছোটো কোনো দল দাড়ায় যেটা দেখে বুঝা যায়, এরা বিদ্রোহী। মূল দল না।
"বড় ফিতনা" তে: দল সমান ভাগে বিভক্ত হয়ে যায়। অথবা মূল দলই ভুল পথে থাকে। সমাধানের কোনো উপায় থাকে না।
এর উপর আরো কিছু বলতে পারতাম, কিন্তু তা দ্বারা কিছু সমাধান হবে না। তাই just following the events.
- এর সমাধানের উপর পরের পোষ্টে লিখবো ইনশাল্লাহ।