১
"চলে যাচ্ছো?"
"হ্যা"
"আর আমি?"
"তোমার কাজ এখনো বাকি।"
হুড়মুড় করে উঠে বসলাম। বাইরে প্রচন্ড বৃষ্টি। এটা ছিলো শুধু স্বপ্ন।
২
এক বন্ধু খাবার বেশি খায়।
"তোমার রিজিক যে হারে খেয়ে ফেলছো, রিজিক শেষ হয়ে গেলে তুমি মারা যাবে।"
"কোরআন-হাদিসে এমন কথা আছে?"
"জানি না।"
সে এরপর কম কম করে খায়। কে জানে! যদি সত্যি হয়।
৩ আরেক বন্ধুর তাকে একদিন বলে,
"আপনি একবার বলেছিলেন না? বেশি বেশি খেলে তাড়াতাড়ি মারা যায়?"
"সিরিয়াসলি বলি নি। কথার কথা।"
"আমার সমস্যা উল্টো। উদগ্রিব হয়ে আছি উনার সাক্ষাতের জন্য।
কখনো মাসগুলোকে লম্বা মনে হয়,
কখনো সপ্তাহগুলোকে,
কখনো বা দিনগুলোকে।"
"কিন্তু আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য।"
"যদি আমি বেশি বেশি করে ইবাদত করি। তবে দায়িত্ব দ্রুত পূর্ন হলে কি দ্রুত সাক্ষাতের জন্য যেতে পারবো?"
"জানি না।"
তবে জানি,
যে প্রচন্ড চায়,
যে সে তার রবের সাথে দেখা করবে,
সে যেন নেক আমল করে
আর তার রবের ইবাদতে, কাউকে শরিক না করে।।
- Comments:
- corrected.